For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকার বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধেও পাঁচগুণ বেশি সুরক্ষা দেবে দাবি ফাইজারের

টিকার বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধেও পাঁচগুণ বেশি সুরক্ষা দেবে দাবি ফাইজারের

  • |
Google Oneindia Bengali News

মাঝে বিশ্বজুড়ে সংক্রমণ কমলেও ফের থাবা বসাচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো প্রথম বিশ্বের দেশগুলিতেও বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞরা প্রথম থেকেই দাবি করেছিলেন, এর বিরুদ্ধে একমাত্র হাতিয়ার গণটিকাকরণ। এবার ফাইজার দাবি করল, তাদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিলে অভাবনীয়ভাবে বেড়ে যায় করোনা প্রতিরোধ ক্ষমতা৷

টিকার বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধেও পাঁচগুণ বেশি সুরক্ষা দেবে দাবি ফাইজারের

সংস্থাটি জানিয়েছে, ৬৫-৮৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হলে আগের তুলনায় প্রায় ১০ গুন বাড়ে প্রতিরোধ ক্ষমতা। অন্যদিকে ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে ৫ গুণ বেশি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফাইজারের তৃতীয়, বুস্টার ডোজ৷ এমনটাই জানান০ হয়েছে সংস্থাটির পক্ষ থেকে৷

বিশ্বজুড়ে ফাইজারের হয়ে গবেষণা চালানো মাইকেল ডলস্টেন জানিয়েছেন ডেল্টার হাত থেকে বাঁচতে শীঘ্রই তৃতীয় ডোজের প্রয়োগ করা উচিত বিশ্বজুড়েজুড়ে। ফাইজারের মুখ্য গবেষক মাইক ডলসন আরও বলেন, আগামী মাসের মধ্যেই জরুরি ভিত্তিতে টিকার তৃতীয় ডোজ প্রয়োগের জন্য অনুমতি চাইবে তারা।

ডেল্টা নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত রয়েছে। গবেষকরা বারবার সাবধান করছেন ডেল্টা ভ্যারিয়েন্টের মারণ ক্ষমতা নিয়ে। করোনার তৃতীয় ঢেউয়ের মুখে দা্ড়িয়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে দেশ ও বিশ্বজুড়ে৷ এরকম অবস্থায় ফাইজারের বুস্টার ডোজের সফলতার দাবি যদি সঠিক হয় তাহলে তা মানব জাতির জন্য মঙ্গলকর বলে মনে করছেন বিশেষজ্ঞদের বড় অংশ৷

তবে শুধু বোস্টার ডোজ নয়, ধীরে ধীরে সেরোপজিটিভ হয়ে হার্ড ইমিউনিটির দিকে হাঁটছে ভারত সহ বিশ্বের বেশ কিছু দেশ৷ বৃহস্পতিবার আইসিএমআর প্রকাশিত একটি বিবৃতিতে জানা গিয়েছে দেশের ১১ রাজ্যের ৭০টি জেলার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের দেহেই রয়েছে কোভিডের অ্যান্টিবডি। এই তালিকায় শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ, যেখানে ৭৯ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গিয়েছে৷ তালিকার শেষে রয়েছে কেরল, যেখানে ৪৪ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে৷

English summary
The third booster dose of Pfizer's vaccine will fight Delta more than five times to second dose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X