For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাত্র মহাদেশ যেখানে করোনার থাবা পড়েনি, জেনে নিন কোন মহাদেশ

একমাত্র মহাদেশ যেখানে করোনার থাবা পড়েনি, জেনে নিন কোন মহাদেশ

Google Oneindia Bengali News

বিশ্ববাসীর জীবনযাত্রা মাত্র কিছুমাসের মধ্যে পরিবর্তন করে দিয়েছে এই মহামারি করোনা ভাইরাস। কিন্তু অ্যান্টার্টিকার কিছুজন মানু্ষ বিশ্বের এই দৃশ্য শুধুমাত্র পাশ থেকেই দেখছেন, কারণ তাঁদের দেশে কোনও বদল ঘটেনি। কারণ একমাত্র এই দেশেই এখনও পর্যন্ত কোনও নিশ্চিত করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।

একমাত্র মহাদেশ যেখানে করোনার থাবা পড়েনি, জেনে নিন কোন মহাদেশ


জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া খবর অনুযায়ী, করোনা ভাইরাস বিশ্বের প্রায় ২৫৮,০০০ জনকে আক্রান্ত করেছে এবং ১১ হাজার জন এখনও পর্যন্ত মারা গিয়েছেন। অ্যান্টার্কটিকার কনকর্ডিয়া স্টেশনে নভেম্বর থেকে থাকা ইউরোপীয় মহাকাশ সংস্থার একজন ২৯ বছর বয়সী গবেষক স্টিজন থলেন জানান, ক্রমবর্ধমান অন্ধকার এবং শীতের কারণে দক্ষিণ–পশ্চিমা মহাদেশে এই ভাইরাস থাবা ফেলতে পারেনি। থলেন বলেন, '‌বাকি বিশ্বে কী ঘটছে তা দেখার জন্য আমাকে আরও বিচ্ছিন্ন মনে হয়। এটি সত্যিই অন্য একটি পৃথিবী’‌।

থলেন সেখানে একজন ১২ জন ক্রুর অংশ এবং অ্যান্টার্কটিক শীতের পরিবেশকে দীর্ঘকালীন স্পেসফ্লাইট মিশনের সঙ্গে তুলনা করে বায়োমেডিকাল পরীক্ষা–নিরীক্ষা করছেন। তাঁর কিছু ইতালিয়ান ও ফরাসি সহকর্মী এই সময় দেশে থাকতে না পেরে তাঁদের পরিবার–পরিজনদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই সময়টা খুব কঠোর সময় তাঁদের জন্য। চিনের চেয়েও ইতালিতে এই মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। চিনে ডিসেম্বরে প্রথম এই ভাউরাসে আক্রান্তের খবর মেলে। থলেন বলেন, '‌আমরা যখন শনিবার রাতের জন্য নিজেকে সাজিয়ে আনন্দ করি বা দ্বিতীয় ক্রিসমাস উদযাপন করি, তখন এ ধরনের ঘটনা কিছুটা বেমানান বোধ করে।’‌

English summary
Antarctica remains the only continent without a confirmed case of coronavirus. Globally there are more than 258,000 confirmed cases and more than 11,000 deaths, according to data from Johns Hopkins University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X