For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতাসে ভাসলেও মাত্র ২০ মিনিটেই খেল খতম হয় করোনার

বাতাসে ভাসলেও মাত্র ২০ মিনিটেই খেল খতম হয় করোনার

Google Oneindia Bengali News

বাতাসে মিনিট ২০ থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ৯০ শতাংশ কমে যায়। এই ভাইরাস তার বেশির ভাগ সংক্রমণ ক্ষমতা হারায় তার প্রথম ৫ মিনিটেই। এমন তথ্যই উঠে এসেছে নতুন গবেষণায়।

কারা করেছে এই গবেষণা?

কারা করেছে এই গবেষণা?

এই গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অব ব্রিস্টলের এয়ারোসল রিসার্চ সেন্টার। এর পরিচালক জোনাথন রিড। তিনি এই গবেশনাকারী দলটির প্রধান অধ্যাপক। তিনি জানিয়েছেন, করোনা বায়ুর মাধ্যমেও ছড়ায়। তবে সেটি তখনই বিপজ্জনক যখন কেউ করোনা সংক্রমিত ব্যক্তির কাছে যাবেন। সংক্রমিত ব্যক্তি থেকে যত দূরে সরে যাওয়া যাবে, তত নিরাপদ থাকা যায় কারণ, সময়ের ব্যবধানে করোনা তার সংক্রমণের ক্ষমতা হারায়।

কী বলছে গবেষনা ?

কী বলছে গবেষনা ?

বাতাসে কি করোনাভাইরাসের টিকে থাকতে পারে এ নিয়ে একাধিক গবেষণা হয়েছে। আমেরিকার একটি গবেষণায় দেখা গিয়েছিল বাতাসে করোনা তিন ঘণ্টা পরও থাকতে পারে। এবার প্রশ্ন হল অতক্ষণ থাকলেও তা কী তিন ঘন্টা পর্যন্ত সমস্ত শক্তি নিয়ে থাকতে পারে? এটা নিয়েই পরীক্ষা করে ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষকেরা। তাঁরা একটি যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র ভাইরাসবাহী কণা সংগ্রহ করে। এরপর তাঁরা দেখেন যে এটি দুটি বৈদ্যুতিক বৃত্তের ভেতর ৫ সেকেন্ড থেকে ২০ মিনিট পর্যন্ত ভেসে আছে। এই পরীক্ষার সময় প্রকৃতির সময় তাপমাত্রা, আর্দ্রতা ও অতিবেগুনি রশ্মির পরিমাণ একই রাখা হয়েছিল। তারপরে দেখা যায় ওই ভাইরাস ৫ সেকেন্ড থেকে ২০ মিনিট পর্যন্ত ভেসে আছে।

গবেষণার প্রধানের মত কী?

গবেষণার প্রধানের মত কী?

অধ্যাপক রিড বলেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এটা বুঝতে পেরেছেন যে হাঁচির সঙ্গে বেরনো ড্রপলেট কীভাবে ভাইরাস ছড়াতে সাহায্য করে। গবেষণায় এও দেখা গিয়েছে যে, করোনা বায়ুবাহিত হওয়ার ২০ মিনিটের মধ্যে অন্য কোনও ব্যক্তিকে সংক্রমিত করার ক্ষমতা ৯০ শতাংশ হারিয়ে ফেলে। তারা এও জানাচ্ছেন বাকি ১০ শতাংশের বেশির ভাগই বাতাসে আসার পর প্রথম ৫ মিনিটের মধ্যে হারিয়ে যায়।

কীভাবে বাতাসে শক্তি হারায় এই ভাইরাস?

কীভাবে বাতাসে শক্তি হারায় এই ভাইরাস?

এই গবেষণা বলছে ভাইরাস যুক্ত কণাগুলি কোনও সংক্রমিত ব্যক্তির ফুসফুসের আর্দ্র এবং কার্বন ডাই অক্সাইড-যুক্ত স্থান থেকে বেরনোর পরে দ্রুত জলীয় ভাব হারিয়ে শুকিয়ে যায়। দ্রুত বাড়তে থাকে পিএইচ। কমে যায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা। তাই তা মানব কোষকে সংক্রমিত করার ক্ষমতা হারিয়ে ফেলে। তবে ভাইরাল কণাগুলি কত দ্রুত শুকাবে, তা আশেপাশের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনুসারে পরিবর্তিত হয়।

যখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের কম ছিল তখন ১০ সেকেন্ডের মধ্যে তার অর্ধেক সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তারপরে বাকি ৫০ শতাংশ সংক্রমণ ক্ষমতা হারানোর প্রক্রিয়াটা বেশ ধীর ছিল। আপেক্ষিক আর্দ্রতা যখন ৯০ শতাংশ ছিল তখন সংক্রমণ ক্ষমতা হারানোর প্রক্রিয়া আরও ধীরে ধীরে হয়েছিল। পাঁচ মিনিট পরেও ৫২ শতাংশ সংক্রমণ ক্ষমতা ছিল ওই কণার মধ্যে। ২০ মিনিট পরে আরও ১০ শতাংশ কমেছিল।

English summary
how corona losses it's power to transmit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X