For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের জৈবিক অস্ত্র তৈরির চেষ্টার ফলাফলই কি করোনা ভাইরাস ? উঠছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

জৈবিক অস্ত্র প্রস্তুত করতে গিয়েই কি তাহলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ? ধোঁয়াশা দেখা দিয়েছে একাধিক মহলে। শিবসেনার মুখপত্র সামানার একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে চিনের জৈবিক অস্ত্র তৈরির চেষ্টার ফলেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী করোনা ভাইরাস।

এই প্রসঙ্গে সামানায় লেখা হয়েছে, "চীনের জৈবিক গবেষণাগারটি উহান প্রদেশে রয়েছে যেখানে প্রথম করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছিল। বিশ্ববাসীকে আরও অনুসন্ধান ও গবেষণা করতে হবে যে এই ভাইরাসটি কোনও জৈবিক অস্ত্র তৈরির কৌশল অবলম্বনের সময় ছড়িয়ে পড়েছিল কিনা।”

জৈবিক অস্ত্র তৈরি করতে গিয়ে করোনা ভাইরাসের জন্ম ? উঠছে প্রশ্ন


এদিকে করোন ভাইরাস আতঙ্কের আবহেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ শে জানুয়ারি অবধি প্রায় ৪৮৪৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে মহারাষ্ট্র থেকে আগত ২৮ জন যাত্রীর মধ্যে ১২ জনের হালকা কাশি, সর্দি এবং জ্বরের লক্ষণ ধরা পড়ে। বর্তামানে একাধিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

এদিকে করোনা ভাইরাস সম্পর্কে সামানায় আরও লেখা হয়, "করোনা ভাইরাস আতঙ্কের প্রেক্ষিতে, ভারত সহ বেশ কয়েকটি দেশ চিন থেকে আগত এবং চিনগামী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপটি ন্যায়সঙ্গত হতে পারে তবে অনেক দেশবাসীই এখনও চিনে আটকে রয়েছেন। তাদের ফিরিয়ে আনাও একটি বড় চ্যালেঞ্জ।”

পাশাপাশি এই প্রতিবেদনে আরও লেখা হয়, “চিন সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা এড়ানো যায় না। এই সময়ের মধ্যে ওই রাজ্যে গুলিতে বিশেষ স্বাস্থ্য দল মোতায়েন করা বিশেষ প্রয়োজন।”

English summary
Questions are raising about The Corona virus has spread due to China's attempt to create biological weapons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X