For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুয়ের্তো রিকোয় পাওয়ার গ্রিড নির্মাণের প্রস্তাব, টেসলা সিইও-র টুইটকে গুরুত্ব

পুয়ের্তো রিকোয় সৌর প্রযুক্তি ব্যবহার করে পাওয়ার গ্রিড তৈরি নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা টেসলার সিইও এলান মাস্কের একটি টুইটকে যথেষ্টই গুরুত্ব দিল পুয়ের্তো রিকোর প্রশাসন

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পুয়ের্তো রিকোয় সৌর প্রযুক্তি ব্যবহার করে পাওয়ার গ্রিড তৈরি নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা টেসলার সিইও এলান মাস্কের একটি টুইটকে যথেষ্টই গুরুত্ব দিল পুয়ের্তো রিকোর প্রশাসন। তাঁর টুইটের জবাবে পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

পুয়ের্তো রিকোয় পাওয়ার গ্রিড নির্মাণের প্রস্তাব, টেসলা সিইও-র টুইটকে গুরুত্ব

ঘূর্ণিঝড় বিধ্বস্ত পুয়ের্তো রিকোয় নতুন করে পাওয়ার গ্রিড তৈরি করতে আগ্রহ দেখিয়েছেন টেসলা সিইও। টুইট করে তিনি বলেন, ছোট ছোট অন্যান্য দ্বীপের মতই পুয়ের্তো রিকোতেও কাজ করতে সক্ষম। তবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে পিআর সরকারের এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ সেদেশের নাগরিকদের। পাল্টা টুইট করে পিআর গভর্নর বলেন, তাহলে আলোচনা হোক। টেসলা টেকনোলজির ক্ষমতা যদি সারা বিশ্বকে দেখানোর থাকে তাহলে পুয়ের্তো রিকোই তাদের ফ্ল্যাগশিপ প্রোজেক্ট হতে পারে।

সম্প্রতি এলান মাস্কের অপর একটি সংস্থা সোলারসিটিকে নিজেদের সঙ্গে মিশিয়ে নিয়েছে টেসলা টেকনোলজি। এই সোলার সিটি সোলার রুফ বা এনার্জি স্টোরেজ ইউনিট তৈরি করে। ইতিমধ্যেই দক্ষিণ অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম লিথিয়ান আয়ন ব্যাটারি তৈরির কাজ করতে সম্মত হয়েছে টেসলা ও অস্ট্রেলিয়ার একটি সফটঅয়্যার সংস্থা।

পুয়ের্তো রিকোয় পাওয়ার গ্রিড নির্মাণের প্রস্তাব, টেসলা সিইও-র টুইটকে গুরুত্ব

এমনিতেই মাস্ক বড় বড় প্রকল্পের প্রস্তাব টুইটারের মাধ্যমেই সারেন। টুইটারের মাধ্যমেই লস অ্যাঞ্জেলেসে একটি দু মাইল দীর্ঘ সুরঙ্গ তৈরির বরাত পেয়েছেন তিনি। এভাবেই আমেরিকার টা'উ দ্বীপেও সোলার গ্রিড বসিয়েছে তাঁর সংস্থা। এই সৌর গ্রিড সূর্য না উঠলেও তিন দিন পর্যন্ত গোটা দ্বীপকে আলোকিত করে রাখতে পারে।

English summary
Tesla CEO Elon Musk offers to set up solar power grid at storm ravaged Puerto rico island, PR governor invites him to talk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X