For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেনজির ভুট্টো খুনের ১০ বছর পর দায় স্বীকার এই পাকিস্তানি সংগঠনের, উঠছে বহু প্রশ্ন, চরম চাঞ্চল্য

ঘটনার দশ বছর বাদে , খুনের দায় স্বীকার করল পাকিস্তানি জঙ্গি সংগঠন তালিবান। আর পাক তালিবানের এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন, পাকিস্তানের রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

  • |
Google Oneindia Bengali News

২০০৭ সালের ২৭ ডিসেম্বর , পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। প্রচার অভিযানের ভিড়ের মধ্যে থেকে হঠাৎই গুলি এসে রক্তাক্ত করে দেয় বেনজিরের দেহ। মুহুর্তে লুটিয়ে পড়েন তিনি। ঢোলে পড়েন মৃত্যুর কোলে।

সেই ঘটনার দশ বছর বাদে , খুনের দায় স্বীকার করল পাকিস্তানি জঙ্গি সংগঠন তালিবান। আর পাক তালিবানের এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন, পাকিস্তানের রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

দায় স্বীকার এই জঙ্গি সংগঠনের

দায় স্বীকার এই জঙ্গি সংগঠনের

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবানের নেতা আবু মনসুরের লেখা এক বইতে , সংগঠন দাবি করেছে ২০০৭ সালে রাওয়ালপিন্ডির রাস্তায় বেনজির ভুট্টোকে হত্যা তারাই করেছিল। আর বইয়ের এই দাবি ঘিরেই পাক রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

বইতে যা লেখা রয়েছে

বইতে যা লেখা রয়েছে

তেহরিক-এ-তালিবান দ্বারা প্রকাশিত এই বইটির নাম 'ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান :ফ্রম ব্রিটিশ রাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম'। বাইতে বাল হচ্ছে, দুই আত্মঘাতী জঙ্গিকে দিয়ে এই কাজ করানো হয়েছে। তাদের নাম সঈদ ও ইকরামুল্লা।

খুনের বিবরণ

খুনের বিবরণ

বইটিতে খুনের বিবরণ দিতে গিয়ে আবু মনসুর লিখেছে, বেনজিরের দিকে তাক করে প্রথমন গুলি টি চালিয়েছিল সঈদ। যা সোজা গিয়ে লাগে বেনজিরের ঘাড়ে। তারপর নিজের আত্মঘাতী বিস্ফোরককে কার্যকরী করে মিছিলের বাকিদের ওপর হামলা চালায় সে।

আরও চাঞ্চল্যকর তথ্য

আরও চাঞ্চল্যকর তথ্য

শুধু ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টোকে হত্যা করার ঘটনা নয়। ওই বছরে তার আগেও অক্টোবর মাসে করাচিতে বেনজিরের মিছিল তাক করে হামা চালায় তেহরিক-এ তালিবান। যে ঘটনায় মারা যান ১৪০ জন মানুষ।

বেনজির হত্যাকাণ্ড ও মুশারফ

বেনজির হত্যাকাণ্ড ও মুশারফ

বেনজির হত্যা মামলায় ২০১৭ সালের অগাস্ট মাসে প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট পরভেজ মুশারফকে অভিুযুক্তের তালিকায় রেখে, দাবি করে তিনিই এই মামলার 'মোস্ট ওয়ান্টেড'। কিন্তু পরভেজ মুশারফ সেই অভিযোগ বার বার খণ্ডন করেন।

আপাতত যে প্রশ্নের মুখে সকলে

আপাতত যে প্রশ্নের মুখে সকলে

বেনজির হত্যাকাণ্ড নিয়ে পাক জঙ্গি সংগঠন তালিবানের দায় স্বীকারের মতোই চাঞ্চল্যকর বিষয় হল, কে বা কারা ছিল এই হত্যার নেপথ্যে? কেইবা হত্যার ব্লু প্রিন্ট তৈরি করে? আপাতত এই প্রশ্নের মুখে পাক রাজনীতি।

English summary
Ten years after Pakistan's former Prime Minister Benazir Bhutto was killed in Rawalpindi, the Pakistani Taliban for the first time has claimed responsibility for the leader’s assassination.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X