For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান থেকে উড়ে এসেছিল 'বাণ', বাউন্সারে ছক্কা হাঁকিয়ে হৃদয় জিতে নিলেন আকবরউদ্দিন

কঠিন একটা প্রশ্ন উঠে এসেছিল পাকিস্তানের এক সাংবাদিকের কাছ থেকে। তখন রাষ্ট্র্সংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখছিলেন ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।

Google Oneindia Bengali News

কঠিন একটা প্রশ্ন উঠে এসেছিল পাকিস্তানের এক সাংবাদিকের কাছ থেকে। তখন রাষ্ট্র্সংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখছিলেন ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। প্রশ্ন শুনেই এক উত্তরে মাত করে দিলেন তিনি। একেবার খাঁটি ভারতীয় হিসেবে তিনি হৃদয় জিতে নিলেন ১৩০ কোটি ভারতীয়র। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাতারাতি হিরো বনে গেলেন মুহূর্তে।

পাকিস্তানের সঙ্গে কবে আলোচনা

প্রশ্ন উড়ে এসেছিল- পাকিস্তানের সঙ্গে কবে আলোচনা শুরু করবেন? সাংবাদিকের সেই প্রশ্ন শুনে আকবরউদ্দিন বলেন, চলুন আপনাকে দিয়েই শুরু করি। আগে হাত মেলাই আপনার সঙ্গে। এই বলে তিনি পাকিস্তানের তিন সাংবাদিকের সঙ্গে একে করমর্দন করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে জাতীয় হিরোর মর্যাদা দেওয়া হয়েছে। কমেন্টের বন্যা বইছে। তিনি যেভাবে একটা উত্তরে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছেন, তা শুনে আপ্লুত ভারতীয়রা। বলাই যায় তিনি বাউন্সারকে একেবারে মাঠের বাইকে ফেলেছেন। হৃদয় জিতে নিয়েছেন আপামর ভারতবাসীর।

পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নটার যেন তৈরিই ছিলেন আকবরুদ্দিন। তাই প্রশ্ন শুনেই কালবিলন্ব না করে তিনি যে উত্তরটা দিয়েছেন, তাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারত বরাবরই শান্তি আলোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, পাকিস্তানই অশান্তি ছড়িয়ে আলোচনার পরিবেশ বিষিয়ে তুলেছে। তাই আলোচনার পরিবেশ তৈরি না হলে তা কী করে সম্ভব!

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হলেও কাউকে পাশে পেল না পাকিস্তান। চিন ছাড়া পাকিস্তান এক ঘরে হয়ে গেল। পাকিস্তানের আবেদন সাড়া দিল না কেউই। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন- সবাই মুখ ফিরিয়ে নিল পাকিস্তানের দিক থেকে। একমাত্র চিন পাকিস্তানের পাশে দাঁড়াল।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাকি চার সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন এদিন ভারতেরই পাশে দাঁড়িয়েছে। চিনের দাবি মেনে রুদ্ধদ্বার বৈঠক বসলেও সেখানে কাশ্মীর নিয়ে কোনও আলোচনা নথিতে ঠাঁই পায়নি। কারণ কাশ্মীর ইস্যু দুই দেশের বিষয় বলে এড়িয়ে যাওয়া হয়েছে।

বিশ্বকে কড়া বার্তা

বিশ্বকে কড়া বার্তা

শুক্রবার রাষ্ট্রসংঘের বৈঠক থেকে গোটা বিশ্বকে ভারত কড়া বার্তা দেয়। পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন বললেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান অযথা এর মধ্যে নাক গলাচ্ছে। ভারত কাশ্মীরের আইনব্যবস্থাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে মিলিয়ে দিয়েছে সরকার চালানোর সুবিধার্থে।

English summary
India’s UN representative Syed Akbaruddin wins heart to give answer Pakistan’s journalist. He gives strong message to Pakistan in UNSC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X