
মার্কিন অর্থনীতিতে মন্দার জেরে বিপদে ভারতের আইটি সংস্থাগুলি
মার্কিন অর্থনীতিতে মন্দার জেরে বড় বিপদে পড়তে চলেছে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। মোট ১৬৭ বিলিয়ন মার্কিন ডলারের আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে বড় বিপদ আসতে পারে কারণ ফরচুন ১০০০ সংস্থাগুলি প্রযুক্তি খাতে ব্যয় কমিয়ে দিতে পারে।

এর ফলে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল, উইপ্রো-র মতো সংস্থা সমস্যায় পড়তে পারে। কারণ এই সংস্থাগুলিই আমেরিকায় আইটি ক্ষেত্রে বড় ব্যবসা করে থাকে। আউটসোর্সিংয়ের কাজই বেশি হয়। যাতে ধাক্কা লাগতে চলেছে নিঃসন্দেহে।
আগামী ১০ জানুয়ারি টিসিএস, তারপরের দিন ১১ জানুয়ারি ইনফোসিস ও ১৮ জানুয়ারি উইপ্রো আয়ের পূর্বাভাস পেশ করতে চলেছে। সেই রিপোর্ট থেকে অনেককিছু উঠে আসবে। দুর্বল মার্কিন অর্থনীতি কতটা প্রভাব ফেলবে তার অনেকটা স্পষ্ট আভাস পাওয়া যাবে।
অর্থনীতিতে বিশেষজ্ঞ সংস্থা মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাস ২০১৯ সালে মার্কিন অর্থনীতির গতি অনেক স্লথ হবে। ২.৯ শতাংশ থেকে বৃদ্ধির হার কমে ২.৩ শতাংশে নেমে আসবে। এদিকে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি মার্কিন মুলুক থেকেই সবচেয়ে বেশি আয় করে। এই অবস্থায় তাদের ওপরই সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে।