For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারা গেল সেই শিশু 'গ্ল্যাডিয়েটর', যার জন্য প্রার্থনা করতেন পোপ ফ্রান্সিসও

থেমে গেল কেট জেমস ও টম ইভান্স-এর লড়াই। তাদের ছোট্ট 'গ্ল্য়াডিয়েটর' যে নামিয়ে রেখেছে তার ঢাল। ডানা মেলে উড়ে গেছে কোন সে অচীনপুরে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

থেমে গেল কেট জেমস ও টম ইভান্স-এর লড়াই। তাদের ছোট্ট 'গ্ল্যাডিয়েটর' যে নামিয়ে রেখেছে তার ঢাল। ডানা মেলে উড়ে গেছে কোন সে অচীনপুরে। কেট আর টমকে আর আইনের দরজায় দরজায় হত্য়ে দিতে হবে না, তাদের সন্তানের চিকিৎসা করানোর জন্য়। ব্যর্থ হল ভাটিকানের প্রার্থনাও।

মারা গেল সেই শিশু গ্ল্যাডিয়েটর, যার জন্য প্রার্থনা করতেন পোপ ফ্রান্সিসও

আলফি ইভান্স, মাত্র ২৩ মাস সে ছিল এই পৃথিবীতে। ২০১৬ সালের মে মাসে জন্মেছিল এই ফুটফুটে ব্রিটিশ শিশুটি। টম আর কেট দুজনেরই কুড়ির কোঠায় বয়স, প্রথম সন্তানের আগমনে উচ্ছবসিত ছিল তারা। কিন্তু উচ্ছ্বাস বেশিদিন স্থায়ী হয়নি। বছর গড়াতে না গড়াতেই হঠাত আলফির পরপর খিচুনি হতে থাকে। আলফিকে লিভারপুলের অ্যাল্ডার হে হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। জানা যায় সে এক দুরারোগ্য় মস্তিষ্কের রোগে আক্রান্ত। সময়ের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের অবক্ষয় হবে। একসময় তা কাজ করা বন্ধ করে দেবে। ডাক্তাররা সরাসরি জবাব দিয়ে দেন, তাদের আর কিছুই করার নেই।

হয়ত সেটাই বাস্তব ছিল। কিন্তু বাবা-মা'য়ের মন আবেগের দাস। চোখের সামনে সন্তান মারা যাবে আর তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন, ব্যাপারটা মানতে পারেননি। এখানেই দ্বন্দ্ব হয় ডাক্তারদের সঙ্গে। ডাক্তাররা কিছুতেই চিকিৎসা করতে রাজি ছিলেন না।

মারা গেল সেই শিশু গ্ল্যাডিয়েটর, যার জন্য প্রার্থনা করতেন পোপ ফ্রান্সিসও

ইংল্যান্ডে কোনও শিশুর চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের সঙ্গে তার অভিভাবকদের মতের অমিল হলে মীমাংসা হয় আইনি পথে। তাই আলফির ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছিল কোর্ট। কোর্টে দাঁড়িয়ে অবুঝ বাবা-মা বারবার কাতর আবেদন করেছেন সন্তানের চিকিৎসার অধিকার পাওয়ার জন্য়। এমনকি বিষয়টি নজর কারে পোপ ফ্রান্সিসেরও। তিনিও আলফির বাবা-মা'কেই সমর্থন জানিয়েছিলেন। এরসঙ্গে তাঁরা বিভিন্ন খ্রিস্টান সংগঠনকেও পাশে পেয়েছিলেন। এরপর দীর্ঘ কয়েকমাস চলে আইনি লড়াই।

কিন্তু আইনেও আবেগের জায়গা নেই, যুক্তি মেনে চলে। তাঁর বাবা-মা আলফিকে ইতালিতে নিয়ে যেতে চেয়েছিলেন। সেখানকার ভাটিকান চিলড্রেন্স হসপিটাল আলফির চিকিৎসায় রাজি ছিল। কিন্তু সা অনুমতিও মেলেনি। গত সোমবার আদালত ডাক্তারদের পক্ষেই রায় দেয়। আলফির লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়। আদালত বলে, এই রায়, 'এক অসামান্য় বালকের জীবনের চুড়ান্ত পর্ব'।

গত পাঁচদিন আলফি জীবনদায়ী ব্য়বস্থা ছাড়াই ছিল। টম ও কেট গতকালও সোশাল মিডিয়ায় আলফির চিকিৎসা চালু রাখার মর্মোন্তুদ আবেদন রেখে গিয়েছেন। ভাটিকানে সমানে চলেছে প্রার্থনা। আজ শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটেয় তার মৃত্য়ু হয়। সোশাল মিডিয়ায় টম বলেন, 'আমার গ্ল্য়াডিয়েটর তার ঢাল নামিয়ে রেখেছে, আর অর্জন করেছে তার ডানা। বুক ফেটে যাচ্ছে। আমি তোমায় বড্ড ভালবাসি।'

English summary
Alfie Evans, the sick British toddler whose parents won support from Pope Francis during a protracted legal battle over his treatment, died early Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X