মার্কিন স্কুলে এবার বন্দুকবাজ ছাত্রের হানা, মৃত ১, আহত ৮
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের গুলিচালনার ঘটনা সামনে এল। এবার ঘটল ডেনভারের একটি স্কুলে। তবে এই গুলি চালানোর ঘটনায় কোনও আততায়ী নয়, নাম উঠে এসেছে দুজন ছাত্রের। এই ঘটনায় ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ৮ জন ছাত্র আহত হয়েছে বলে জানা গিয়েছে।

ডগলাস কাউন্টি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সন্দেহভাজন দুই ছাত্রকে হেফাজতে নেয়া হয়েছে। এবং স্কুল চত্বরে তল্লাশি চলছে। এই ঘটনায় ৮ জন ছাত্র আহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট স্টিম স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলের ছাত্র সংখ্যা আঠারোশো।
[আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে জঙ্গি-আতঙ্ক! বেঙ্গালুরু মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা]
গোটা স্কুল চত্বর ঘটনার পর ঘিরে ফেলা হয়েছে। এই দুই ছাত্র ছাড়াও ঘটনায় আরও এক তৃতীয় ছাত্রের খোঁজ চলছে। সেই ছাত্র কে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু খোলসা করতে চাইছে না পুলিশ।
[আরও পড়ুন:পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, প্রাণ গেল চার জনের, আহত বহু]