For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি তেল কোম্পানি আরামকোর দাম উঠেছে দেড় লক্ষ কোটি ডলারের বেশি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো শেয়ার বিক্রির জন্য তাদের যে প্রাথমিক মূল্যায়ন করেছে, তাতে কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলার।

  • By Bbc Bengali

আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।
Getty Images
আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো শেয়ার বিক্রির জন্য তাদের যে প্রাথমিক মূল্যায়ন করেছে, তাতে কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলার।

আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।

সংবাদ মাধ্যমে এমন রিপোর্ট বেরিয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চাইছিলেন, আরামকোর দাম ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত উঠুক । কিন্তু ১ লাখ ৭০ হাজার কোটির টাকার 'ভ্যালুয়েশন' স্পষ্টতই তার বেশ কিছুটা নিচে।

আরামকো তাদের ১ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২ হাজার ৫শ কোটি ডলার আয় করতে চাইছে, এবং এই শেয়ার বিক্রির প্রাথমিক তথ্য দিয়ে একটি প্রসপেক্টাস বের করা হয়েছে। এতে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ৩০ থেকে ৩২ রিয়াল পর্যন্ত অর্থাৎ ৮ থেকে সাড়ে ৮ মার্কিন ডলার।

বিবিসি বাংলায় আরো খবর:

যে কোম্পানির হাতে ঝুলছে সৌদি আরবের ভাগ্য

তেল থেকে সরে যাচ্ছে সৌদি অর্থনীতি

সৌদি আরবে হামলার পর জ্বালানী তেলের দাম বেড়েছে

খুচরো বিনিয়োগকারী ব্যক্তি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানও এ শেয়ার কেনার সুযোগ পাবে। প্রসপেক্টাসে বলা হয়, সৌদি আরবের রাস্তার লোক বা বিধবা মহিলাও এ শেয়ার কিনতে পারবে, এবং এই প্রথম স্থানীয় লোকেরা দেশটির সবচেয়ে ধনী কোম্পানির অংশীদার হবার সুযোগ পাচ্ছে।

তবে আন্তর্জাতিক বাজারে শেয়ার কেনার সুযোগ এখনও উন্মুক্ত করা হচ্ছে না।

বলা হচ্ছে, এটিই হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ।

এর আগে ২০১৪ সালে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা শেয়ার ছেড়ে সর্বোচ্চ ২ হাজার ৫০০ কোটি ডলার তুলে নতুন রেকর্ড গড়েছিল, তবে আরামকো হয়তো সে রেকর্ড ভাঙতে যাচ্ছে।

আরামকোর তেল স্থাপনায় হামলা
Getty Images
আরামকোর তেল স্থাপনায় হামলা

আরামকো কোম্পানির মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার থেকে ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলার।

সৌদি যুবরাজ সালমান চাইছেন, আরামকোর শেয়ার বিক্রি করে তোলা অর্থ জ্বালানি ছাড়া অন্যান্য খাতে বিনিয়োগ করার মাধ্যমে সৌদি অর্থনীতিকে বহুমুখী করতে।

আরামকো গত বছর ১১ হাজার ১শ কোটি ডলার নেট মুনাফা করেছে, তবে এ বছর প্রথম নয় মাসে মুনাফা কমে ৬ হাজার ৮শ কোটি ডলারে নেমে এসেছে।

আরামকোর প্রসপেক্টাসে বিনিয়োগের ঝুঁকি হিসেবে সন্ত্রাসী হামলা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

হোলি আর্টিজান হামলা মামলার রায় ২৭শে নভেম্বর

লাভের জন্য আগাম পেঁয়াজ তুলছেন কৃষকেরা

English summary
Saudi oil company Aramco's price is more than $ 1.5 billion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X