For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুতিনকে জবাব, মাউন্ট এভারেস্টে চড়ে ইউক্রেনের পতাকা ওড়ালেন রাশিয়ান পর্বতারোহী

পুতিনকে জবাব, মাউন্ট এভারেস্টে চড়ে ইউক্রেনের পতাকা ওড়ালেন রাশিয়ান পর্বতারোহী

  • |
Google Oneindia Bengali News

এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করলেন রাশিয়ার পর্বতারোহী। তাও আবার যে সে জায়গাতে নয়, মাউন্ট এভারেস্টের চূড়োয় উঠে উইক্রেনকে সমর্থন করে সেদেশের জাতীয় পতাকা ওড়ালেন রাশিয়ান পর্বতারোহী কাটিয়া লিপকার। এভারেস্টের চূড়ায় পৌঁছে ইউক্রেনের পতাকা উড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসী নীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও প্রতিবাদ করেছেন কাটিয়া।

নিজের এভারেট অভিযান নিয়ে কী বললেন কাটিয়া লিপকার?

নিজের এভারেট অভিযান নিয়ে কী বললেন কাটিয়া লিপকার?

শুক্রবার, রাশিয়ান পর্বতারোহী এবং ব্লগার কাটিয়া লিপকারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাটকীয় মুহূর্তটির ক্যাপচার করা ছবি শেয়ার করা হয়েছে। সঙ্গেই লিপকা জানিয়েছেন যে এই কৃতিত্বটি ২৪ মে অর্জন করা হয়েছিল৷ রাশিয়ান আক্রমণের তিন মাস পূর্ণ হওয়ার সময়ই এই কাণ্ডটি ঘটিয়েছেন লিপকার। এভারেস্ট শিখরে পতাকার সঙ্গে লিপকার একটি ছবি অস্ট্রিয়ায় ইউক্রেনের প্রাক্তন রাষ্ট্রদূত ওলেক্সান্ডার শেরবাও টুইটারে শেয়ার করেছেন৷ এবং সঙ্গে লিখেছেন যে লিপকার 'মাউন্ট এভারেস্ট জয় করেছেন' এবং 'পুতিনের যুদ্ধ'-এর প্রতিবাদে এই পতাকাটি উড়িয়েছেন।

যুদ্ধ শেষ হোক, চান এভারেস্ট জয়ী রাশিয়ান পর্বতারোহী!

যুদ্ধ শেষ হোক, চান এভারেস্ট জয়ী রাশিয়ান পর্বতারোহী!

লিপকার ইন্সটাগ্রামে লিখেছেন যে তিনি 'যুদ্ধ শেষ হওয়ার' এবং রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে 'মানুষ হত্যা' বন্ধ করার জন্য চিন্তাভাবনা করছেন তাই তিনি হিমালয়ের ঠান্ডায় অসাড় আঙ্গুল দিয়ে পতাকাটি ধরেছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর এই কৃতিত্ব 'সহজ ছিল না'। তিনি 'একটি খোঁড়া পায়ে' এবং প্রায় বড়সড় কোনও প্রস্তুতি এবং অভ্যস্ততা ছাড়াই শিখরে পৌঁছেছিলেন৷ এটি এমন একটা কাজ ছিল যা তিনি কখনোই অন্যদের চেষ্টা করার পরামর্শ দেবেন না।

সমালোচকদের কী জবাব দিলেন পর্বতারোহী?

সমালোচকদের কী জবাব দিলেন পর্বতারোহী?

একইসঙ্গে পোস্টের কমেন্টবক্সে লিপকার সেই সব সমালোচকদেরও উত্তর দিয়েছিলেন যাদের বক্তব্য ছিল যে তার ছবিগুলি ভুয়ো কারণ তিনি রাতের বেলা ছবি তুলেছিলেন৷ কাটিয়া পুরো বিষয়টির ব্যাখ্যা করেছেন যে মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছতে প্রায় সাড়ে ছয় ঘন্টা সময় লেগেছিল৷ তাঁরা ভেবেছিলেন, ভোর ৫টার সময় তাঁরা চূড়ায় পৌঁছবেন৷ কিন্তু প্রত্যাশিত সময়ের তুলনায় কিছুটা সময় আগেই তাঁরা চূড়ায় পৌঁছে যান যার ফলে তখনও এভারেস্ট সূর্যের আলো ফুটে ওঠেনি! কাটিয়া-র এই পুরো অভিযানে প্রায় ৭০ হাজার ডলার ব্যয় করার অভিযোগ তুলে অনেকে বলেছিলেন যে এই টাকা দিয়ে প্রচুর ইউক্রেম শরণার্থীকে সাহায্য করা যেত৷ যদিও সমালোচকদের এই প্রশ্নের উত্তর দিয়ে লিপকার জানিয়েছেন তিনি এটি একটি বিশেষ উদ্দেশ্যে নিয়ে করেছেন৷ এবং তিনি এরপর শরণার্থীদের পাশেও দাঁড়াতে চান।

প্রতীকী ছবি

নাড্ডার উপস্থিতিতেও ছন্নছাড়া বঙ্গ বিজেপি! প্রতিটি পদক্ষেপেই তাল কাটছে, কী হবে বৈঠকেনাড্ডার উপস্থিতিতেও ছন্নছাড়া বঙ্গ বিজেপি! প্রতিটি পদক্ষেপেই তাল কাটছে, কী হবে বৈঠকে

English summary
Russian mountaineer climbs Mount Everest, flies Ukrainian flag, responds to Putin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X