For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: পুতিন সংঘাতের দ্রুত অবসান চান, বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

  • By Bbc Bengali

ইউক্রেনীয় বাহিনী চলতি মাসে উত্তর-পূরর্বাঞ্চলের বহু এলাকার দখল ফিরে পেয়েছে।
Getty Images
ইউক্রেনীয় বাহিনী চলতি মাসে উত্তর-পূরর্বাঞ্চলের বহু এলাকার দখল ফিরে পেয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলছেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চাইছেন বলে তিনি বিশ্বাস করেন এবং এ লক্ষ্যে একটি "উল্লেখযোগ্য পদক্ষেপ" নেয়া হবে বলে তিনি জানান।

তিনি জানান, সম্প্রতি মি. পুতিনের সাথে আলোচনা থেকে তার এই ধারণা তৈরি হয়েছে যে রুশ প্রেসিডেন্ট "যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে চান।"

এই লড়াইয়ে ইউক্রেন চলতি মাসে তাদের ভূখণ্ডের কিছু অংশ রুশ দখল থেকে পুনরুদ্ধার করেছে।

তুর্কি নেতা ইঙ্গিত করেন যে পরিস্থিতি রাশিয়ার জন্য "বেশ সমস্যা" হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলন চলার সময় মি. পুতিনের সাথে তার "ব্যাপক আলোচনা" হয়েছে বলে মি. এরদোয়ান জানান।

মার্কিন টিভি চ্যানেল পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট দ্রুত ঐ যুদ্ধের পরিসমাপ্তি চান বলে তার ধারণা।

আরও পড়তে পারেন:

এসসিও শীর্ষ সম্মেলনে রেচেপ তাইপ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন।
Getty Images
এসসিও শীর্ষ সম্মেলনে রেচেপ তাইপ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন।

তিনি আরো বলেন, শীঘ্রই দু'পক্ষের মধ্যে ২০০ জন 'জিম্মি' বিনিময় করা হবে। তবে এই ধরনের বন্দি বিনিময়ে কারা অন্তর্ভুক্ত হবে সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত প্রকাশ করেননি।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতার পাশাপাশি নেটোর সদস্য হিসেবে 'ভারসাম্যপূর্ণ' অবস্থানের কথা প্রচার করে মি. এরদোয়ান বারবার ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করার চেষ্টা করেছেন।

ইউক্রেন থেকে শস্য রপ্তানি আবার শুরু করার লক্ষ্যে তিনি জাতিসংঘকে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন এবং গত সপ্তাহে জানান, তিনি একটি সরাসরি যুদ্ধবিরতি আলোচনার আয়োজন করার চেষ্টা করছেন।

এদিকে, রুশ বাহিনী লুহানস্কের পুরো পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ দখলের দু'মাস পর ইউক্রেন তার হারানো ভূখণ্ডের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।

লুহানস্কের ইউক্রেনীয় নেতা সেরহি হাইদাই বলছেন, রুশ বাহিনী বিলোহোরিভকা গ্রাম থেকে পিছু হটে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ "দখলকারীরা স্পষ্টতই আতঙ্কে রয়েছে।"

রুশ বাহিনীর হাত থেকে মুক্ত ইজিযুমের এক কবরখানায় নিহত স্বামীর জন্য কাঁদছেন এক ইউক্রেনীয়ান নারী।
Getty Images
রুশ বাহিনীর হাত থেকে মুক্ত ইজিযুমের এক কবরখানায় নিহত স্বামীর জন্য কাঁদছেন এক ইউক্রেনীয়ান নারী।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

এমাসের শুরুর দিকে, মি. এরদোয়ান রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলির 'উস্কানিমূলক' নীতির অভিযোগ করেন। সে সময় তিনি সতর্ক করেছিলেন এই বলে যে ঐ যুদ্ধ "শিগগীরই শেষ হবে" এমন সম্ভাবনা নেই।

গত সপ্তাহে রুশ নেতা বলেছিলেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে তৈরি, কিন্তু মি. জেলেনস্কি তৈরি নন। ভারতের প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন যে "যত দ্রুত সম্ভব" ঐ যুদ্ধ তিনি শেষ করতে চান।

তবে ২০১৪ সালে দখল করা এলাকাসহ ইউক্রেনের সব ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার প্রশ্নে রাশিয়ার তরফ থেকে ইঙ্গিত পাওয়া যায়নি।

সেই সময়ে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করেছিল। এবং এখন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলছেন, সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত লুহানস্ক ও দনিয়েৎস্ক অঞ্চলগুলিকে যুক্ত করার বিষয়ে প্রশ্নে রুশপন্থী বিদ্রোহীদের উচিত সেখানে 'গণভোট'-এর আয়োজন করা।

ডনবাসে রুশ গোলার আঘাতে বিধ্বস্ত এক বাড়িতে আগুন সামাল দেয়ার চেষ্টা করছেন একজন দমকল কর্মী।
Getty Images
ডনবাসে রুশ গোলার আঘাতে বিধ্বস্ত এক বাড়িতে আগুন সামাল দেয়ার চেষ্টা করছেন একজন দমকল কর্মী।

প্রেসিডেন্ট পুতিন বারবার ডনবাস অঞ্চলের 'মুক্তি'কে রাশিয়ার প্রধান লক্ষ্য হিসেবে বলে আসছেন। "ডনবাসে গণভোট অপরিহার্য," বলছেন মি. মেদভেদেভ, যিনি এখন নিরাপত্তা পরিষদে রুশ প্রতিনিধিদলের উপপ্রধান।

লুহানস্ক এবং দনিয়েৎস্কের স্থানীয় রুশ-সমর্থিত নেতারাও জরুরী গণভোটের আহ্বান জানিয়েছেন, এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অলেক্সি কোপ্টিকো বলছেন যে এসব হচ্ছে মস্কোর সরকারে "হিস্টিরিয়ার লক্ষণ" এবং একই সাথে মি. পুতিনকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা।

English summary
Russia-Ukraine War: Vladimir Putin wants to end the conflict, says Turkey president Erdogan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X