For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: রাশিয়ার আকাশসীমা পেরিয়ে হামলা ইউক্রেনের! তেলের ডিপোয় বোমা বর্ষণ

পশ্চিম রাশিয়ার (Russia) তেলের ডিপোয় (Oil Depot) হামলা ইউক্রেনের (Ukraine)। রাশিয়ার মাটিতে কিয়েভের হেলিকপ্টারের এই ধরনের হামলা এই প্রথম শোনা গেল। ইউক্রেনের প্রকাশিত ভিডিওয় দাবি করা হয়েছে হেলিকম্পার থেকে রাশিয়ার বেল

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম রাশিয়ার (Russia) তেলের ডিপোয় (Oil Depot) হামলা ইউক্রেনের (Ukraine)। রাশিয়ার মাটিতে কিয়েভের হেলিকপ্টারের এই ধরনের হামলা এই প্রথম। প্রকাশিত ভিডিওয় দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে রাশিয়ার বেলগোরডের তেলের ডিপোয় একের পর এক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এই হামলার পরেই প্রবল বিস্ফোরণ হয় এলাকা জুড়ে।

১৯৫০-এর দশকের পরে প্রথম হামলা

১৯৫০-এর দশকের পরে প্রথম হামলা

ইউক্রেন এমআই ২৪ হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালায় বলে জানা গিয়েছে। তবে এই হামলা ১৯৫০-এর দশকে রাশিয়ায় কোরিয়ার হামলার ঘটনার পরে প্রথমবার বিমান হানা বলেই জানা যাচ্ছে। তেলের জিপোর ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে হঠাৎই একটি ফ্ল্যাশ লাইট, যা খুব নিচু থেকে রকেট হামলা, এরপরেই জমিতে বিস্ফোরণ।

ইউক্রেনের হামলার কথা স্বীকার

ইউক্রেনের হামলার কথা স্বীকার

রাশিয়ার বেলগোরডের গভর্নর ভিচেস্লভ গ্ল্যাডকভ এই হামলার কথা স্বীকার করে নিয়েছেন। ইউক্রেনের দুটি হেলিকপ্টার রাশিয়ার আকাশসীমায় ঢুকে খুব নিচু থেকে তেলের ডিপোয় হামলা চালানোয় সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন তিনি। গভর্নর আরও জানিয়েছেন সেখানকার দুই কর্মী এই হামলায় আহত হয়েছেন।
ইউক্রেনের তরফে বেলগোরডের তেলের ডিপোয় আগুন নিয়ে দায় যেমন স্বীকার করা হয়নি, আবার অস্বীকারও করা হয়নি।

বেলগোরডের অবস্থান

বেলগোরডের অবস্থান

রাশিয়ার বেলগোরড শহর ইউক্রেনের খারকিভ থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ ঘোষণার পর থেকে ইউক্রেনের এই শহরেই তাণ্ডব চালিয়েছে রাশিয়ার বাহিনী। অন্যদিকে বেলগোরড পূর্ব ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ার বাহিনীর অন্যতম রসদ সরবরাহের কেন্দ্র হিসেবেও কাজ করছে।

আরও সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার

আরও সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার

এদিকে আমেরিকা ইউক্রেনকে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে। আমেরিকায় দেওয়া প্যাকেজের মধ্যে রয়েছে, লেজার-গাইডেড রকেট সিস্টেম, ড্রোন, কৌশলগত যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা সামগ্রী।

Weather Update: অস্বস্তিকর গরমের মধ্যেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাংলার আবহাওয়ার আপডেট একনজরেWeather Update: অস্বস্তিকর গরমের মধ্যেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাংলার আবহাওয়ার আপডেট একনজরে

English summary
Russia-Ukraine War: Ukraine attacks Russia's fuel depot crossing Airspace by choppers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X