For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইইউ সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে বা ইইউ-তে সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিলেন একদিন আগেই। একদিন পর ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মঙ্গলবার তাঁর সেই অনুরোধ গ্রহণ করল।

Google Oneindia Bengali News

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে বা ইইউ-তে সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিলেন একদিন আগেই। একদিন পর ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মঙ্গলবার তাঁর সেই অনুরোধ গ্রহণ করল। জেলেনস্কি পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরপরই তাঁর আবেদন গ্রহণ করা হয়। নেক্সটা টিভি জানিয়েছে, ইইউ ইউক্রেনকে সদস্য করতে সম্মত হয়েছে।

ইইউ সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন গ্রহণ

জেলেনস্কি মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নে জ্বালাময়ী ভাষণ দেন। তাঁর ভাষণ শেষ হওয়ার পরই ইউরোপীয় পার্লামেন্টে তাঁকে অভিবাদন জানানো হয়। ইউক্রেন যখন চরম সংকটে, তখন সেই পরিস্থিতিতে তিনি যে অসম সাহসীকতার পরিচয় দিয়েছেন, তার জন্যই তাঁকে অভিনন্দন জানান ইউরোপিয়ান ইউনিয়নয়নের সদস্যরা।

তিনি তাঁর ভাষণ বলেন, ইউক্রেনের জনগণ শক্তিশালী। আমাদের সমস্ত শহর অবরুদ্ধ হওয়া সত্ত্বেও আমরা আমাদের ভূমি এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি। কেউ আমাদের মনোবল ভাঙতে পারবে না, আমরা শক্তিশালী, আমরা ইউক্রেনীয়।" তাঁর ভাষণে তিনি বাহবা কুড়িয়ে নেন।

একইসঙ্গে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হিসেবে মর্যাদা পাওয়ার প্রাথমিক ধাপ পেরিয়ে গেলেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার আবেদনে স্বাক্ষর করেছিলেন। বেলারুশে ইউক্রেন ও রাশিয়া আলোচনার ঠিক পরই তিনি এই পদক্ষেপ নেন। তারপর মঙ্গলবার দিন তাঁর আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখ জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ইউক্রেনের রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। তাঁর অভিবাদনের পরই সকল ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান জেলেনস্কিকে। সংসদের মধ্যে বীরত্বের পুরস্কার পান তিনি।

ইউক্রেনের রাষ্ট্রপতি সংসদে তাঁর বক্তব্য শেষ করার আগে তাঁর মুষ্টিবদ্ধ গাত উত্তোলন করে প্রকাশ করে একতা, শক্তি এবং প্রতিরোধের বার্তা দিয়েছিলেন। রুশ আক্রমণে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, গোলাগুলি, ক্ষেপণাস্ত্র বর্ষণের পরও আমেরিকার কাছ থেকে নিরাপদ পথের প্রস্তাব সত্ত্বেও জেলেনস্কি কিয়েভে থেকে গেছেন। ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়ে সাহসের সঙ্গে লড়াই করছেন। তিনি পালিয়ে যাননি।

আটটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপতি সোমবার একটি খোলা চিঠিতে ইউক্রেনকে অবিলম্বে ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়ার এবং আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছিলেন। একটি খসড়া পাঠ্য অনুসারে ইইউ সংসদ সদস্যরা এদিন সেই বিষয়ে ভোট দেন। জেলেনস্কিকে বর্ণনা করেন 'বীরত্বের প্রতীক' হিসেবে এবং তাঁর আবেদনও গ্রহণ করা হয়।

English summary
European Parliament accepts Ukraine president’s application to be European Union membership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X