For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine Crisis: ‌‘‌এই দেশে আপনি কি করছেন?’‌‌ রুশ সেনার সামনে নির্ভয়ে প্রশ্ন করে ভাইরাল ইউক্রেনের মহিলা

‌‘‌এই দেশে আপনি কি করছেন?’‌‌ রুশ সেনার সামনে নির্ভয়ে প্রশ্ন করে ভাইরাল ইউক্রেনের মহিলা

Google Oneindia Bengali News

‌বৃহস্পতিবারের যুদ্ধ ঘোষণার পর রুশ বাহিনী ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে এবং দেশের বিভিন্ন রাস্তায় ঢুকে পড়েছে। ইউক্রেনের নাগরিকরা এই আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্বে প্রতিবাদ শুরু করেছে। টোকিও থেকে নিউইয়র্ক, রাশিয়ার দূতাবাস থেকে পাবলিক স্কোয়ার সর্বত্র দেখা গিয়েছে সাধারণ মানুষের বিক্ষোভ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এসেছে, যেখানে দেখা গিয়েছে যে ইউক্রেনের এক মহিলা রীতিমতো রুশ সেনার সঙ্গে ঝগড়া করছেন, যা ইতিমধ্যেই ভাইরাল।

রুশ সেনার সামনে ইউক্রেনের মহিলার প্রশ্ন

রুশ সেনার সামনে ইউক্রেনের মহিলার প্রশ্ন

অনেকেই টুইটারে ওই মহিলাকে ‘‌নির্ভীক'‌এর তকমা দিয়েছেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট হয়েছে যেখানে দেখা গিয়েছে যে একজন ভারী সশস্ত্র রুশ সেনার সামনে দাঁড়িয়ে ওই মহিলা নির্ভয়ে তাঁকে জিজ্ঞাসা করছেন যে তিনি তাঁর দেশে কি করছেন।

রুশ সেনা–মহিলার কথোপকথন

রুশ সেনা–মহিলার কথোপকথন

ভিডিওর সেই ছোট ক্লিপে দেখা গিয়েছে যে মহিলা প্রথমে রুশ সেনাকে জিজ্ঞাসা করছেন, ‘‌আপনি কে'‌?‌ এরপর সেই সেনা জবাবে বলেন, ‘‌আমরা এখানে মহড়া দিচ্ছি। দয়া করে ওইদিকে যান।'‌ এরপর মহিলা যখন জানতে পারেন যে তিনি একজন রুশ সেনা, তখন হেনিচেস্কের বন্দর এলাকার ওই মহিলা বলেন, ‘‌তো আপনি এখানে কি করছেন'‌?‌ ওই রুশ সেনার হাতে ভারী মেশিন গান ও হ্যান্ডগান রয়েছে, ওই মহিলাকে শান্ত করার চেষ্টায় উদ্যত হয়ে বলেন, ‘‌আমাদের আলোচনা কোনও কাজ দেয়নি।'‌ কিন্তু মহিলাকে একবারের জন্য ভয় পেতে দেখা যায়নি, বরং তার বদলে তিনি বলেন, ‘তোমরা দখলদার, তোমরা ফ্যাসিস্ট! এই সব বন্দুক নিয়ে আপনি আমাদের দেশে কী করছেন? এই বীজগুলি নিন এবং আপনার পকেটে রাখুন, যাতে আপনি এখানে শুয়ে থাকলেও অন্তত সূর্যমুখী জন্মায়।'‌‌ প্রসঙ্গত ইউক্রেনের জাতীয় ফুল হল সূর্যমুখী।

 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এই ঘটনা যখন ঘটেছিল তখন আশপাশ দিয়ে যাওয়া পথচারিদের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় মহিলার এই সাহস যথেষ্ট প্রশংসা পেয়েছে। মহিলার এই আচরণ টুইটার ব্যবহারকারীদের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছে। প্রসঙ্গত, হেনিচেস্ক ক্রিমিয়া থেকে মাত্র ১৮ মাইল দূরে, যা ২০১৪ সালে রাশিয়া দ্বারা সংযুক্ত হয়েছিল।

ইউক্রেনের পরিস্থিতি

ইউক্রেনের পরিস্থিতি

বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করে ইউক্রেনের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যমে যুদ্ধের খণ্ড খণ্ড চিত্র সামনে এসেছে, যা দেখে বোঝা যাচ্ছে ইউক্রেন রীতিমতো বিধ্বস্ত। এরকম পরিস্থিতিতে ইউক্রেন বিশ্বের সব দেশের কাছ থেকে এই যুদ্ধ বন্ধ করার জন্য আর্জি জানিয়েছে। কিয়েভের বাইরে পৌঁছে গিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। ২৪ ঘণ্টার মধ্যে ১৩৭ জন মানুষ নিহত হয়েছে।

ছবি সৌ:টুইটার

রাশিয়া ইউক্রেন সংঘাত: শান্ত হোক পরিস্থিতি আর্জি মোদীর, কী প্রতিক্রিয়া পুতিনের রাশিয়া ইউক্রেন সংঘাত: শান্ত হোক পরিস্থিতি আর্জি মোদীর, কী প্রতিক্রিয়া পুতিনের

English summary
russia ukraine crisis viral ukrainian woman boldly asks in front of russian soldiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X