For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটো বিশ্বযুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ পেরিয়ে এসেছে ইউক্রেন, পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন জেলেনস্কি

দুটো বিশ্বযুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ পেরিয়ে এসেছে ইউক্রেন, পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন জেলেনস্কি

  • |
Google Oneindia Bengali News

এবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া যতই আক্রমণ শক্ত করছে, ততই মনোবল দেখানোর চেষ্টা করছে ইউক্রেন৷ বৃহস্পতিবার অষ্টমদিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ ইতিমধ্যেই খারকিভ ও কিয়েভ শহরকে ধ্বংসস্তুুপে পরিনত করেছে রাশিয়া। তা সত্ত্বেও এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যে তার দেশ দুটো বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, গণহত্যা, ক্রিমিয়ার দখল থেকে সহ্য করে বেঁচে রয়েছে। এবারেও তার অন্যথা হবে না। এই যুদ্ধ সমাপ্ত হলে ইউক্রেনের সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে রাশিয়াকে।

দুটো বিশ্বযুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ পেরিয়ে এসেছে ইউক্রেন, পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন জেলেনস্কি

জেলেনস্কি বলেন, আমরা দুটি বিশ্বযুদ্ধ, তিনটি দুর্ভিক্ষ, হলোকাস্ট, বেবিন ইয়ার, গ্রেট পার্জ, চর্নোবিল বিস্ফোরণ, ক্রিমিয়া দখল এবং আমাদের দেশের পূর্ব দিকে হওয়া যুদ্ধ থেকে বেঁচে গিয়েছি। এবারও আমরা বেঁচে থাকব৷ একই সঙ্গে যুদ্ধের পর ইউক্রেন পুনর্গঠনের অঙ্গীকারও করেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি শহর পুনরুদ্ধার করব। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরী পরিষেবা দাবি করেছে যে রুশ আক্রমণের শুরু থেকে ২০০০ এরও বেশি অসামরিক লোক মারা গিয়েছে। জেলেনস্কি বলেন, তারা আমাদের অনেকবার ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি। এবং কেউ যদি মনে করে যে এই সবকিছু কাটিয়ে উঠার পরে, ইউক্রেনীয়রা সবাই ভীত, ভেঙে পড়ব, বা আত্মসমর্পণ করবে! তাহলে তিনি(পুতিন) আমাদের সম্পর্কে কিছুই জানেন না।

যুদ্ধবন্দী রাশিয়ার সৈনদের মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা ইউক্রেনেরযুদ্ধবন্দী রাশিয়ার সৈনদের মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা ইউক্রেনের

সম্প্রতি জাতির উদ্দেশে একটি ভাষণে, জেলেনস্কি বলেছেন, প্রত্যেক আক্রমণকারীর জানা উচিত, তারা এখানে কিছুই পাবে না। কেউ জয়ী হবে না। এমনকি যদি তারা আরও সরঞ্জাম এবং আরও বেশি লোক জমা করে তবুও কিছুই পরিবর্তন করে না। বরং উল্টে তারা সর্বত্র ধ্বংস হবে। অন্যদিকে রাশিয়ার সৈনদের মানসিক চাপ বাড়িয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনে যুদ্ধবন্দী থাকা রাশিয়ার সৈনিকদের ফিরিয়ে নিয়ে যেতে পারবেন তাদের মায়েরা। যদিও এরজন্য একটি পদ্ধতি মেনে এগোতে হবে তাঁদের। ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি ইমেল আইডি সহ তিনটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে যেখানে ইউক্রেনে বন্দী সেনার মায়েদের যোগাযোগ করতে বলা হয়েছে। এরপর যদি প্রমাণ পাওয়া যায় যে তাদের ছেলে ইউক্রেনে বন্দী রয়েছে সেক্ষেত্রে মাকে কিয়েভে পৌঁছাতে হবে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে৷

এমনকি কোন পথে ইউক্রেন আসবেন রাশিয়ায় বন্দি থাকা সেনাদের মায়েরা সে তথ্যও দেওয়া হয়েছে ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে ক্যালিনিনগ্রাদ বা মিনস্ক আসতে হবে সেখান থেকে বাসে বা ট্যাক্সিতে করে পোলিশ সীমান্ত তারপরে, পোল্যান্ডের অঞ্চল হয়ে ইউক্রেনের কেপিপিতে যেতে হবে। যেখানে ইউক্রেনের প্রশাসনিক কর্তৃপক্ষ ওই মায়েদের সঙ্গে দেখা করে তাদের কিয়েভে নিয়ে যাবে। এবং শেষ পর্যন্ত সেখান থেকেই যুদ্ধবন্দী ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

English summary
Russia-Ukraine Crisis: Ukraine overcame two world wars, genocide, famine, Zelensky challenges Putin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X