For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার বিমান হানায় নিহত আইএস প্রধান বাগদাদি !

সিরিয়াতে রাশিয়ার বিমান হামলায় নিহত বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর প্রধান আবু বাকর আল বাগাদাদী।

Google Oneindia Bengali News

সিরিয়াতে রাশিয়ার বিমান হামলায় নিহত বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর প্রধান আবু বাকর আল বাগাদাদি। এমনই মনে করছে রাশিয়ার সেনা। রাশিয়ার দাবি সিরিয়ার রাক্কা শহরে বাগদাদিকে খতম করেছে সেদেশের সেনা। রাশিয়ার দাবি , বাগদাদি সমেত বহু আইএস জঙ্গি এই হামলায় মাার গিয়েছে।[ভারত থেকে আইএস জঙ্গি নিয়োগের মূল হোথাকে এই তকমা দিল মার্কিন প্রশাসন]

বিমান হানায় নিহত আইএস প্রধান বাগদাদি, দাবি রাশিয়ার

রাশিয়ার কাছে ,এর আগে গোপন সূত্রে খবর যায় যে সিরিয়ার এক জায়াগায় বৈঠক করতে চলেছে আইএস এর কুখ্যাত জঙ্গি নেতারা। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিমান হামলা চালায় রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় এমনই তথ্য জানিয়েছে রাশিয়া।

আগে বহুবার আইএস-এর ওপর ড্রোন হামলা চালায় রাশিয়া। যার দ্বারা রাশিয়া আইএস নেতাদের জীবিত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে তথ্য সংগ্রহ করে। বৃহস্পতিবার রাতেই, সন্ত্রাসবাদীদের গোপন বৈঠকের খবর পেয়ে মধ্যরাত নাগাদ সিরিয়ার মাটিতে এই হামলা চালানো হয়। যাতে মারা যায় বাগদাদি বলে দাবি রাশিয়ার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা আইএস দমন অভিযানকারী সেনার তরফে বাগদাদীর মৃত্যু সম্পর্কে কিছু বলা হয়নি।

English summary
Russia's Defence Ministry said on Friday it was checking information that a Russian air strike near the Syrian city of Raqqa may have killed Islamic State leader Abu Bakr al-Baghdadi in late May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X