For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে ফের উড়ে এলো রকেট! মার্কিন সেনা ছাউনি ঘিরে আতঙ্ক

  • |
Google Oneindia Bengali News

ফের একবার রকেট উড়ে এলো ইরাকে। তবে এবার ইরানের তরফে প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এই রকেট যেহেতু মার্কিন সেনা ছাউনির কাছে গিয়ে পড়ে, ফলে এবারও সম্ভবত মার্কিন সেনাই ছিল ইরাকের নিশানায়।

কোথায় পড়েছে রকেট?

কোথায় পড়েছে রকেট?

উত্তর ইরাকের সালাহউদ্দিন প্রভিন্সের কাছে অবস্থিত রয়েছে মার্কিন সেনার একটি বেস ক্যাম্প। সেখানে দুজেইল এলাকার ফাদলান অঞ্চলে ফের একটি রকেট মধ্যরাতের অন্ধকারে এসে পড়ে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

রকেট কোথা থেকে এসেছে?

এখনও পর্যন্ত যদিও জানা যায়নি যে , রকেটটি কোথা থেকে এসেছে। তবে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, যে মার্কিন ও ইরানের মধ্যে চড়তে থাকা যুদ্ধের আবহ এই রকেট হামলার নেপথ্যে থাকতে পারে।

 ইরাকে মার্কিন সেনাকে লক্ষ্য করে মিসাইল

ইরাকে মার্কিন সেনাকে লক্ষ্য করে মিসাইল


এর আগে, ৮ জানুয়ারি প্রায় ১২ টি ব্যালাস্টিক মিসাইল ইরাকের দিকে তাক করে ভোররাত থেকে নিক্ষেপ করতে শুরু করেছে ইরান। ইরাকে যেখানে ইরাকি সেনা ও মার্কিন সেনার যৌথ বেসক্যাম্প রয়েছে, সেখানেই চলে এই হামলা।

 এর আগে কী ঘটে?

এর আগে কী ঘটে?

বাগদাদে মার্কিন সেনার হানায় ইরানের সেনাপ্রধান সুলেমানির মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনকে জবাব দিতে শুরু করল তেহরান। সুলেমানি হত্যার প্রতিশোধ যে ইরান নেবে , তা আগেই ঘোষণা করেছিল তেহরান। এবার সেই হিসেব কার্যকরী করে মধ্যপ্রাচ্যে জ্বলতে শুরু করল যুদ্ধের আগুন।

English summary
Rocket falls near Iraqi base housing US troops.A rocket fell on Thursday night in the Fadhlan area of the Dujail district in Iraq’s northern Salahuddin province, police sources said. The area is close to the Balad air base which houses US troops.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X