For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটিশদের শাসন করবেন জামাই, কী বললেন ঋষি সুনকের শ্বশুর মশাই

ব্রিটিশদের শাসন করবেন জামাই, কী বললেন ঋষি সুনকের শ্বশুর মশাই

Google Oneindia Bengali News

উল্টো স্রোতে বইছে টেমস। এই প্রথম ভারতীয় বংশোদ্ভুত কোনও ব্যক্তি ব্রিটিশদের শাসন করবে। স্বাধীনতার ৭৫ বছর বর্ষপূর্তিতেই ঘটেছে এওই অঘটন। গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ঋষি সুনক। তিনি আবার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। খবর শোনার পরেই জামাইকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণমূর্তি।

 ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী

ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী

ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। এই প্রথম ব্রিটেনের শাসনের দায়িত্বে কোনও ভারতীয় বংশোদ্ভুত। ব্রিটেনে উলট পূরান চলছে। যে দেশ একটা সময়ে ব্রিটিশরা শাসন করেছে। সেই পরিস্থিতি উল্টে গিয়েছে। এবার ব্রিটেনের শাসক পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভুত। ঋষি গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেছেন কনজারভেটিভরা। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেন শাসনের দায়িত্বে এলেন।

নারায়ণ মূর্তির জামাই

নারায়ণ মূর্তির জামাই

ঋষি সুনক আসলে নারায়ণ মূর্তির জামাই। নারায়ণমূর্তি ইনফোসিসের প্রতিষ্ঠাতা। জামাই ব্রিটেন শাসন করবেন শোনা পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণ মূর্তি। দীপাবলির শুভদিনেই এসেছে এই খবর। তিনি বলেছেন আমরা ভীষণ ভাবে গর্বিত ঋষির জন্য। তিনি প্রথম প্রতিক্রিয়াতেই বলেছেন, আমদের বিশ্বাস আছে ব্রিটেনের মানুষের ভালর জন্যই কাজ করবে ঋষি। ভারতীয় বংশোদ্ভুতের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার খবরে দীবপাবলির আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে।

কী বললেন শুধা মূর্তি

কী বললেন শুধা মূর্তি

জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন খবর পেয়েই খুশিতে ভরে গিয়েছে নারায়ণ মূর্তির পরিবার। ঋষি সুনকের শাশুডি সুধা মূর্তিও। তিনি ধন্যবাদ জানিয়েছেন ঋষি সুনককে। টুইট করে ঋষিকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শুধা মূর্তি। জামাইয়ের সাফল্যে মেয়েরও বড় সাফল্য। কারণ এবার ব্রিটেনের ফার্স্ট লেডি হবেন তাঁদের মেয়ে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন তাঁদের মেয়ে-জামাই। এই প্রথম ইতিহাসের পট পরিবর্তন করেছেন ঋষি সুনক।

ভারতের সঙ্গে করটা যুক্ত ঋষি সুনক

ভারতের সঙ্গে করটা যুক্ত ঋষি সুনক

ভারতীয় বংশোদ্ভুত কিন্তু একাবারেই ভারতের সঙ্গে তাঁর তেমন কোনও যোগ নেই। কারন জন্ম থেকে পড়াশোনা, কর্মজীবন সবটাই হয়েছে ব্রিটেনে। বাবা ডাক্তার আর মা ফার্মাসিস্ট। জন্মেছেন ব্রিটেনেই। ব্রিটেনের সবচেয়ে ভাল স্কুলে নিজেদের ছেলেকে পড়াশোনা করিয়েছেন তাঁরা। অক্সফোর্ডের মত বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। তারপরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে পরিচয় ঋষি সুনকের।

পার্থের নাম বাদ রেখেই নবম-দশম মামলায় চার্জশিট! বৃহত্তর ষড়যন্ত্র বলল CBI পার্থের নাম বাদ রেখেই নবম-দশম মামলায় চার্জশিট! বৃহত্তর ষড়যন্ত্র বলল CBI

English summary
Narayan Murty is now Britain's Prime Minister what said Father in law Narayan Murty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X