For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রোপদী উপাখ্যান দক্ষিণ আফ্রিকায়! বিতর্কের মাঝেই নারীদের বহু বিবাহের স্বীকৃতি নেলসন ম্যান্ডেলার দেশে

সমানাধিকারের পক্ষে সওয়াল, নারীদের বহু বিবাহের স্বীকৃতি দিতে চলেছে দক্ষিণ আফ্রিকা

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বের মধ্যে উদার মানসিকতার দেশ হিসেবেই বহু আগে থেকেই পরিচিত দক্ষিণ আফ্রিকা। বহু দেশ এমনকী আমাদের ভারতেও যখন সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি নিয়ে বিতর্কের ঝড় ওঠে সেথানে অনেক আগই সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিয়েছে নেলসন ম্যান্ডেলার দেশ। এমনকী বহু বিবাহের আধিকার দেওয়া হয়েছে পুরুষদেরও। এবার আরও একধাপ এগিয়ে কার্যত মহাভারতের দ্রৌপদী উপাখ্যান উঠে আসতে চলেছে এই দেশে।

দ্রোপদী উপাখ্যান দক্ষিণ আফ্রিকায়! বিতর্কের মাঝেই নারীদের বহু বিবাহের স্বীকৃতি নেলসন ম্যান্ডেলার দেশে

সকলেই জানি পৌরাণিক গল্পগাঁথা মহাভারতে একই সঙ্গে পাঁচ স্বামীর সঙ্গে ঘর করেছিলেন দ্রোপদী। এবার সেই অধিকারই কার্যত পেতে চলেছেন দক্ষিণ আফ্রিকার মহিলারা। যা নিয়ে বর্তমানে আলোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করেছেন বহু খ্যাতনামা ব্যক্তিত্ব। কিন্তু পুরুষদের বহু বিবাহের অধিকার থাকলে মহিলারা কেন তা থেকে বঞ্চিত হবেন এই প্রশ্ন বহুদিন থেকেই উঠছিল সেদেশে।

এবার তাই সমানাধিকারের পক্ষে সওয়াল করেই দক্ষিণ আফ্রিকার মহিলাদের বহু বিবাহের অধিকার দিতে চলেছে সে দেশের সরকার। পরিবর্তন আনার তোড়জোর চলছে বিবাহ আইনও। সূত্রের খবর, নারীদের একাধিক বিয়ের অধিকার দিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করে ফেলেছে দক্ষিণ আফ্রিকার আইন মন্ত্রক। আইন এই আইন কার্যকর হয়ে গেলে বিবাহ বিচ্ছেন না করে পুরুষদের মতো একই সঙ্গে একাধিক সঙ্গীকে বিয়ে করতে পারবেন সেদেশের মহিলারা।

এদিকে খুবই উদারপন্থী সংবিধান যেসব দেশে রয়েছে তার একটি হল দক্ষিণ আফ্রিকা। সেখানে বিবাহ রীতিতে এই পরিবর্তন দেখে কিন্তু বিশেষ অবাক হচ্ছেন না উদারপন্থী বুদ্ধিজীবীরা। কিন্ত বেঁকে বসেছেন অনেক রাজনৈতিক নেতাই। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতা আফ্রিকান ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (এসিডিপি) নেতা কেনেথ মেসহোয়। প্রকাশ্যেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত রিয়্যালিটি স্টার মুসা এমসেলেকুরও।

English summary
South Africa is going to recognize polygamy for women, the controversy is growing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X