For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-সৌদির মধ্যে নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা বাড়ছে, বললেন মোদী

ভারও ও সৌদি আরব, দুটি দেশই নিরাপত্তার বিষয়ে প্রতিবেশি দেশের থেকে সুরক্ষিত নয়। তবে জঙ্গি হামলা রুখতে ও অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য়ে দুই দেশ একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে।

Google Oneindia Bengali News

ভারও ও সৌদি আরব, দুটি দেশই নিরাপত্তার বিষয়ে প্রতিবেশি দেশের থেকে সুরক্ষিত নয়। তবে জঙ্গি হামলা রুখতে ও অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য়ে দুই দেশ একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে। দুই দিনের সফরে রিয়াধে পৌঁছে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এই কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের সফরে গতকাল গভীর রাতে সৌদি আরবের রিয়াধ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির হাই প্রোফাইল বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। আজ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ভারত-সৌদির মধ্যে নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা বাড়ছে, বললেন মোদী

মোদী বলেন, "আমার বিশ্বাস, এশিয়ার শক্তিশালী দেশগুলির মধ্যে ভারত ও সৌদি আরব তাদের প্রতিবেশিদের থেকে একই রকম নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় ভোগে।" প্রসঙ্গত পাকিস্তানের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত সৌদি আরব। তবে গত কয়েক বছরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সৌদির।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হওয়ার কথা আছে। তেল, গ্যাস, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ও অসামরিক বিমান পরিবহণ নিয়ে চুক্তি সাক্ষরিত হবে বলে জানা গেছে। এই নিয়ে দ্বিতীয়বার সৌদি আরব সফরে গেলেন নরেন্দ্র মোদী। এর আগে ২০১৬-য় সৌদি গিয়েছিলেন তিনি। ২০১৯-এর ফেব্রুয়ারিতে ভারতে আসেন মহম্মদ বিন সলমন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সৌদি নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা মোদীর। সেখানে নিরাপত্তা বিষয়ক আলোচনা হতে পারে বলে খবর।

গত কয়েক বছরে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যথেষ্ট পোক্ত আকার নিয়েছে। ভারত ও সৌদির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০১৭-১৮ আর্থিক বর্ষে বেড়ে ২৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার হয়। তাছাড়া ভারতে বিভিন্ন ক্ষেত্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে গত মাসেই জানিয়েছে সৌদি আরব।

English summary
PM Narendra Modi said that cooperation with saudi arab increasing regarding security issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X