For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাহরিনে ৩০ কোটির শ্রীকৃষ্ণ মন্দিরের নতুন অংশের উদ্বোধনে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বাহারিনের ২০০ বছরের পুরনো শ্রীকৃষ্ণ মন্দিরের নতুন প্রজেক্টের উদ্বোধন করেন। নতুনভাবে বাহারিনের ওই শ্রীকৃষ্ণ মন্দিরকে গড়ে তোলা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বাহরিনের ২০০ বছরের পুরনো শ্রীকৃষ্ণ মন্দিরের নতুন প্রজেক্টের উদ্বোধন করেন। নতুনভাবে বাহারিনের ওই শ্রীকৃষ্ণ মন্দিরকে গড়ে তোলা হচ্ছে। গোটা প্রজেক্টের খরচ ছাড়িয়েছে ৩০ কোটি টাকা। এই মন্দিরে প্রবেশের আগে মোদী বাহারিনের একটি দোকান থেকে প্রসাদ কেনেন। আর রুপে কার্ড ব্যবহার করে সেই প্রসাদ কেনার ভিডিও ভাইরাল হয়ে যায়।

মন্দিরে মোদীর পুজো

মানামার শ্রীনাথজি মন্দিরে গিয়ে পুজো দেন মোদী। প্রসাদ নিয়ে তিনি সেখানে গিয়ে পরম্পরা মেনে পুজো দেন। মূলত প্রাচ্যের দেশগুলির মধ্যে সবচেয়ে পুরনো শ্রীকৃষ্ণ মন্দির হল এই শ্রীনাথজি মন্দির।

শ্রীনাথজি মন্দিরে মোদী

এদিন বাহরিনের শ্রীনাথজি মন্দিরে মোদীর পুজো দেওয়ার পরই ভক্তদের সঙ্গে তথা প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বার্তা বলেন মোদী। প্রবাসীদের উদ্দেশে দেন বার্তা।

' শ্রীকৃষ্ণের জীবনে অনেকেই সমাধান পাবেন'

এদিনের অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষ্যে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী । তিনি বলেন শ্রীকৃষ্ণের জীবন থেকে অনেকেই বর্তমান জীবনের সমস্যার সমাধান পেয়ে যাবেন।

[শেষযাত্রায় অরুণ জেটলি, দেখুন ফটো গ্যালারী]

English summary
PM Modi Launches Rs.30 Plus Crore Project of Sri Krishna Temple in Baharin .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X