For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কায় জঙ্গিহানায় ক্ষতিগ্রস্ত চার্চে মোদী, কলম্বোয় একঝাঁক কর্মসূচি প্রধানমন্ত্রীর

কলম্বোয় কয়েক মাসে আগে এই সেন্ট অ্যান্টনি চার্চেই ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। মুহূর্তের আক্রমণে চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছিল কয়েকশ'প্রাণ।

Google Oneindia Bengali News

কলম্বোয় কয়েক মাসে আগে এই সেন্ট অ্যান্টনি চার্চেই ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। মুহূর্তের আক্রমণে চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছিল কয়েকশ'প্রাণ। সেই ক্ষত বুকে নিয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতও। এবার সেই রক্তক্ষয়ী অধ্যায়ের পর শ্রীলঙ্কায় প্রথমবার কোন বিদেশী রাষ্ট্রনেতা পা রাখলেন। আর তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শ্রীলঙ্কায় জঙ্গিহানায় ক্ষতিগ্রস্ত চার্চে মোদী, কলম্বোয় একঝাঁক কর্মসূচি প্রধানমন্ত্রীর

সেন্ট অ্যান্টনি চার্চে গিয়ে এদিন জঙ্গি হানায় প্রয়াতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। এর আগে মোদী কলম্বোতে পা রাখতেই তাঁকে সেদেশের প্রেসিডেন্ট সিরিসেনা সাদরে গ্রহণ করে নেন। সেদেশের রাষ্ট্রপতিভাবনের বাগানে বৃক্ষরোপণ উৎসবেও যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর মধ্যাহ্নভোজে ও দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। এদিকে, জঙ্গিহানার ঘটনা নিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ' আমি নিশ্চিত শ্রীলঙ্কা আবার জেগে উঠবে। জঙ্গি হানার মতো নৃশংস কাজ কখনওই দমাতে পারবে না শ্রীলঙ্কার মতো দেশকে। শ্রীলঙ্কার ঘটনায় সমব্যথী ভারত। '

প্রসঙ্গত, এদিনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে ইস্টারের রবিবারে শ্রীলঙ্কায় জঙ্গি হামলার ঘটনাকে। সেদিনের হামলায় শ্রীলঙ্কায় প্রায় ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আজকের সফর মালদ্বীপ থেকে হয়েছে। যে দেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রহণের পর মোদী ফের একবার দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসের মূল উৎপাটনের ডাক দিয়েছেন।

এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে সিংহলভূমে পা রাখলেন মোদী। এদিন সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে বসবার কথা মোদীর। জানা গিয়েছে, দক্ষিণ ভারতে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ঘিরে এনআইএর তদন্তের একটি রিপোর্টও আজ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয় হচ্ছে। যে রিপোর্টে শ্রীলঙ্কা বিস্ফোরণ সম্পর্কিত বেশ কিছু তথ্য রয়েছে বলে খবর।

English summary
PM Modi in SriLanka, PM Modi Pays Tribute to Terror Attack Victims at St Anthony’s Church .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X