For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাইওয়ানে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৫১

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিমান ধ্বংস
তাইপেই, ২৩ জুলাই: মালেশিয়ার সেই বিমানের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তাইওয়ানে ভেঙে পড়ল বিমান। বুধবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে। জরুরি অবতরণের সময়ে ট্রান্স-এশিয়ার বিমানটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৫১ জনের শব উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই বিমানে ৫৪ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী ছিলেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাইলটের ভুলে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। জিই-২২২ উড়ানটি বিকেল চারটের সময় কাওশিউং থেকে ওড়ার কথা ছিল। কিন্তু ঝড়ের কারণে তা ওড়ে পৌনে ছ'টা নাগাদ। আকাশে ওঠার কিছুক্ষণ পরই পাইলট বুঝতে পারেন নতুন করে দুর্যোগ ঘনাচ্ছে। তাই পেংঘুতে অবতরণ করার সিদ্ধান্ত নেন বিমানের কপ্তান। সন্ধে সাতটা পাঁচ পর্যন্ত স্থানীয় বিমানবন্দরের সঙ্গে পাইলটের যোগাযোগ ছিল। তার পরই তা বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে জিসুন গ্রামে ভেঙে পড়েছে বিমানটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়। তার পরই দেখা যায়, মাঠের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনে জ্যান্ত পুড়ে মারা যান যাত্রীরা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে তাইওয়ান সরকার। তাইপেই থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে উদ্ধারকারী দল। তবে দুর্য়োগে উদ্ধারকাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা।

English summary
Plane crashed in Taiwan, 51 passengers charred to death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X