For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন বিমানবন্দরে 'বজ্র আঁটুনি' ফস্কে অস্ত্র পৌঁছে গেল জাপানে! চরম চাঞ্চল্য

মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বের কোথাও কোনও প্রশ্নই উঠতে পারে না! মার্কিন নিরাপত্তাকে এভাবেই সমীহ করে চলে বিশ্বরের বিভিন্ন প্রান্ত।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বের কোথাও কোনও প্রশ্নই উঠতে পারে না! মার্কিন নিরাপত্তাকে এভাবেই সমীহ করে চলে বিশ্বরের বিভিন্ন প্রান্ত। ট্রাম্প শাসিত এই দেশেই এবার নিরাপত্তায় চরম ফাঁক প্রকাশ্যে এসেছে। ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর থেকে সেদেশের নিরাপত্তায় চরম উন্নতি আনা হয়েছিল। কিন্তু সেই 'বজ্র আঁটুনি' ফস্কেই ঘটে গেল এক চরম বিপত্তি।

মার্কিন বিমানবন্দরে বজ্র আঁটুনি ফস্কে অস্ত্র পৌঁছে গেল জাপানে! চরম চাঞ্চল্য

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশ করেন। শুধু তাই নয় বিমানবন্দরের স্ক্যানারে সেই পিস্তল ধরাও পড়েনি। ফলে সোজা পিস্তল নিয়ে ব্যক্তি উড়ে যান টোকিওর পথে। জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র সমেত সেই ব্যক্তি পৌঁছতেই ধরা পড়ে যান। গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে , মার্কিন বিমানবন্দরের এমন নিরাপত্তার ফাঁকের ঘটনায় রীতিমত অবাক সকলে। গোটা ঘটনার কথা মার্কিন বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় টোকিও বিমানবন্দর। এদিকে, ঘটনার কারণ হিসাবে ট্রাম্প সরকারের আংশিক অচলাবস্থাকে দায়ী কার হয়েছে। প্রশাসনিক জটিলতার জন্য নিরাপত্তায় ফাঁক থেকে গিয়েছে বলে জানানো হয়েছে মার্কিন বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।

English summary
A traveler carrying a firearm boarded a flight from Atlanta Hartsfield-Jackson International Airport and flew to Tokyo Narita International Airport on January 3, according to a statement from the Transportation Security Administration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X