For Quick Alerts
For Daily Alerts
কাশ্মীর নিয়ে আপত্তিকর টুইট, পাক রাষ্ট্রপতিকে কড়া নোটিস টুইটারের
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানে প্রেসিডেন্ট আরিফ আলভি। সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুমকি দিয়ে একের পর এক টুইট করেছেন তিনি। নিজের ক্ষোভ উগরে দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ার কোপে পড়েছে আলভি। কাশ্মীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কথা লেখায় তাঁকে নোটিস পাঠিয়েছে টুইটার।

শুধু সোশ্যাল মিিডয়ায় নয় আন্তর্জাতিক মহলেও কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে পাকিস্তান। কোনওভাবে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ পাকিস্তান। এই নিয়ে আন্তর্জাতিক মহলে কম তদ্বির করেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সুরে সুর মিলিয়েছিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি।
পাকিস্তানের ৭৩তম স্বাধীনতা দিবসে দেশের নাগরিকদের কাশ্মীর নিয়ে উষ্কানিমূলক মন্তব্য করেছেন। তারপরেই টুইটার তাঁকে নোটিস পাঠায় বলে সূত্রের খবর।