For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার জায়গায় টমাটোর গয়নার সাজ নববধূর! আসল কারণ খোলসা হল ভিডিওতে

  • |
Google Oneindia Bengali News

বিয়ে মানেই ঝাঁচকচকে সোনার গয়নায় সেজে কনের উজ্জ্বল উপস্থিতি। কান থেকে গলায় কারুকার্য আর বাহারের অলঙ্কার ছাড়া কনের সাজ ভাবাই যায় না! তবে যে কনের খবর এখন জানানো হচ্ছে, সেই কনে গায়ে সোনার জায়গায় টমাটোর হার-গয়না পরে বিয়ে করেছেন।

সোনার জায়গায় গলায় টমাটো-গয়নার সাজ নববধূর! আসল কারণ খোলসা হল ভিডিওতে

এই ঘটনা পাকিস্তানের। সেখানে টমাটোর দাম এতটাই বেড়ে গিয়েছে, যে সোনার জায়গায় টমাটোর গয়নাকেই বেছে নিয়েছেন নববধূ। এক ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গিয়েছে, কনের বেশে যিনি রয়েছেন তিনি সেজেছেন টমাটোর টায়রা,গলার হার, কানের দুলে। তিন বাক্স গয়না এসেছে, যার সমস্তটাই তৈরি টমাটো দিয়ে।

কিন্তু প্রশ্ন হল, কেন এমনভাবে সোনার জায়গায় টমাটোর গয়না পরেছেন নববধূ? উত্তরে তিনি নিজেই জানিয়েছেন 'কারণ'। নববধূ জানিয়েছেন, সোনার দাম বেশি, তবে পাকিস্তানে টমাটোর দামও সোনার মতোই ! আর সেই জন্য়ই তিনি সোনার জায়গায় পরে ফেলেছেন টমাটোর হার আর গয়না। আর পাকিস্তানে অগ্নিমূল্য টমাটোর দামকে কটাক্ষ করতেই সোনা এভাবে সেজে ফেলেন এই নববধূ।


প্রসঙ্গত, পাকিস্তানে টমাটোর দাম ছাড়িয়েছে কিলো প্রতি ৩০০ টাকা। অগ্নিমূল্য হয়ে গিয়েছে পেঁয়াজও। এই মুহূর্তে সেখানে পাইকারি হারে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলো। আর পাকিস্তানে টমাটোর দাম বৃদ্ধির অন্যতম কারণ ভারত থেকে বন্ধ হয়ে গিয়েছে সেদেশে টমাটো আমদানী।

English summary
Pakistani Bride Sports tomato Jewelry instead of Gold because of High Price .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X