For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের সামনে ৪ মাসের 'ডেডলাইন'! দেউলিয়া পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে চূড়ান্ত ধাক্কা FATFএর

সময়সীমা ২০২০ সাল পর্যন্ত। তার আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে শুধরে যাওয়ার বার্তাই কার্যত দিয়ে দিলে FATF! সন্ত্রাস ও অপরাধ ঘিরে আন্তর্জাতিক নজরদারি বিষয়ক প্রতিষ্ঠান FATFএর একটি প্যানেল বৈঠক ঘিরে

  • |
Google Oneindia Bengali News

সময়সীমা ২০২০ সাল পর্যন্ত। তার আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে শুধরে যাওয়ার বার্তাই কার্যত দিয়ে দিলে FATF! সন্ত্রাস ও অপরাধ ঘিরে আন্তর্জাতিক নজরদারি বিষয়ক প্রতিষ্ঠান FATFএর একটি প্যানেল বৈঠক ঘিরে কয়েক দিন ধরেই জল্পনা ছিল আন্তর্জাতিক মহলে। শোনা যাচ্ছিল, পাকিস্তানে সন্ত্রাসের বাড়বাড়ন্তের জন্য ইমরানের দেশকে 'গাঢ় ও ধূসর' তালিকাভূক্ত করতে পারে FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স )। আর সেই হিসেবকে কার্যকরি রেখে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান এবার নিল বড়সড় পদক্ষেপ।

ডেডলাইন ২০২০

ডেডলাইন ২০২০

২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাকিস্তানকে 'ধূসর ' তালিকাভূক্ত করে রাখল FATF। এই সময়সীমার মধ্যে সেদেশ থেকে যেন সন্ত্রাসবাদ সরে যায় তার জন্য যাবতীয় উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। এমনই দাবি করেছে FATF।

FATF-এর সিদ্ধান্ত

FATF-এর সিদ্ধান্ত

প্য়ারিসে আয়োজিত FATF এর বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় যে, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ করছে ততক্ষণ তাদের নজরদারি চলবে। এজন্য় ইমরান সরকারের কাছে এখন ২০২০ সাল পর্যন্ত রয়েছে ডেডলাইন।

ফেব্রুয়ারিতে বড় সিদ্ধান্ত FATFএর

ফেব্রুয়ারিতে বড় সিদ্ধান্ত FATFএর

ইমরান খানের সামনে এখন আর মাত্র ৪ মাসের সময়। তারপর পাকিস্তান আদৌ সন্ত্রাসবাদকে সাহায্য করছে কি না, তা বিবেচনা করবে FATF। তারপরই ২০২০ এর ফেব্রুয়ারিতে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে এই আন্তঃসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

এর আগেও 'ধূসর' তালিকায় ছিল পাকিস্তান

এর আগেও 'ধূসর' তালিকায় ছিল পাকিস্তান

এইবারই প্রথম নয়, এর আগে গত বছর জুনে FATF-এর তালিকায় ছিল পাকিস্তান যা ইসলামাবাদকে ভাবিয়ে তোলে। ২০১৯ সালের অক্টোবর পর্যন্তও এই তালিকায় অন্তর্ভূক্ত ছিল পাকিস্তান।

 কোন কোন সুবিধা হাত ছাড়া হল ইমরানদের?

কোন কোন সুবিধা হাত ছাড়া হল ইমরানদের?

FATF-এর আওতায় থাকলে পাকিস্তান আইএমএফ, ওয়ার্ল্ড ব্য়াঙ্ক, ইওরোপিয়ান ইউনিয়নের থেকে আর্থিক সাহায্য পাবে না। ফলে ইতিমধ্য়েই দেউলিয়া পাকিস্তানকে সেদেশের আর্থিক হিসাব নিকেশ সম্পর্কে প্রতি ৩ মাসে রিপোর্ট পাকিস্তানকে FATF-এর কাছে রিপোর্ট পাঠাতে হবে। তারপরই আর্থিকভাবে পর্যুদস্ত ইসলামাবাদের উন্নতি হতে পারে।

ইমরান গোপনে অবৈধ অর্থ নিয়ে চলেছেন কোথা থেকে! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী রেহামইমরান গোপনে অবৈধ অর্থ নিয়ে চলেছেন কোথা থেকে! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী রেহাম

English summary
Pakistan to remain in Grey list of FATF till 2020 Feb, terror financing to end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X