For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের লাহোর সফরের কভারেজ হয়নি, চাকরি গেল ১৭ পিটিভি কর্মী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের লাহোর সফরের কভারেজ হয়নি, চাকরি গেল ১৭ পিটিভি কর্মী

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী হওয়ার পর সম্প্রতি লাহোর সফরে এসেছিলেন শাহবাজ শরিফ৷ আর তাঁর এই লাহোর সফর যান্ত্রিক গোলোযোগের কারণে সম্প্রচার করতে পারেনি পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভি। এই কারণে পিটিভির ১৭ জন কর্মী চাকরি থেকে বরখাস্ত হলেন৷ জানা গিয়েছে একটি উন্নত ল্যাপটপ না থাকার কারণে প্রধানমন্ত্রীর লাহোর কভারেজ সঠিকভাবে করা যায়নি৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের লাহোর সফরের কভারেজ হয়নি, চাকরি গেল ১৭ পিটিভি কর্মী

সম্প্রতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী গত সপ্তাহে লাহোরের কোট লাখপত জেল এবং রমজান বাজার পরিদর্শন করেন। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন (পিটিভি) টিম ফাইল ট্রান্সফার প্রোটোকল (এফটিপি) এর মাধ্যমে ভিডিও ফুটেজ আপলোড করার জন্য প্রয়োজনীয় একটি উন্নত ল্যাপটপ না থাকায় প্রধানমন্ত্রীর সফরের 'সঠিক' কভারেজ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ডন সংবাদপত্র জানিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে, সাংবাদিক এবং প্রযোজকদের সমন্বয়ে একটি ভিভিআইপি দল প্রধানমন্ত্রীর কভারেজের দায়িত্বে ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দলটির কাছে লাইভ স্ট্রিমিংয়ের জন্য ল্যাপটপ সহ অত্যাধুনিক গ্যাজেট ছিল। এবং যেকোনো ইভেন্টের ফুটেজ সময়মত আপলোড করার দায়িত্বে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মূল দলটি ইসলামাবাদে অবস্থান করছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে৷ ঠিক এখানেই বিপত্তিটি হয়েছে।

বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রনের এই দুটি ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের সুরক্ষা কবচ ভাঙতে সক্ষম বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রনের এই দুটি ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের সুরক্ষা কবচ ভাঙতে সক্ষম

পাক সংবাদমাধ্যমের খবর, পিটিভি লাহোর কেন্দ্রকে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে অবহিত করা হলে তারা পিটিভি সদর দফতরকে তারা একটি উন্নত ল্যাপটপ সরবরাহ করতে বলে। লাহোর কেন্দ্র সদর দফতরে একটি চিঠি লিখেছিল, 'যেহেতু আমাদের লাহোর কেন্দ্রে কোনও ল্যাপটপ এডিটিংয়ের সুবিধা নেই, তাই আমরা এরকম সম্পাদনা সুবিধা সহ একটি ল্যাপটপ ভাড়া করেছি। তবে একটি স্থায়ী ব্যবস্থা হিসাবে আমাদের অবশ্যই একটি ল্যাপটপের প্রয়োজন রয়েছে৷ রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেলটির সদর দফতর এ বিষয়ে পাত্তা দেয়নি। উল্টে একজনকে নিয়োগের পরামর্শ দিয়েছে। সংবাদমাধ্য সূত্রে জানা গিয়েছে এরপর বাধ্য হয়ে লাহোর কেন্দ্র এক কর্মকর্তার ব্যক্তিগত ল্যাপটপের ব্যবস্থা করে। বিজ্ঞাপন কভারেজের পরে, দলটি যখন ফুটেজটি প্রেরণ করার চেষ্টা করে, তখন দেখা যায় ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এই ঘটনার পরের দিন, পিটিভি প্রশাসন ভিভিআইপি কভারেজ উপনিয়ন্ত্রক ইমরান বশির খানসহ মোট ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। এছাড়া অবহেলার অভিযোগে বিভিন্ন প্রকৌশলী ও ক্যামেরাম্যানকে সাময়িক বরখাস্ত করেছে পিটিভি।

English summary
Pakistan's PM Shahbaz Sharif's visit to Lahore was not covered, 17 PTV workers lost their jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X