For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ সঈদের সম্পত্তি নিয়ে গোপনে এই চরম পদক্ষেপ পাকিস্তানের, কেন এমন জানেন

পাকিস্তান আশ্রিত জঙ্গি তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের যাবতীয় সম্পত্তি ও তথাকথিত 'সমাজসেবামূলক' প্রতিষ্ঠানগুলিকে এবার বাজেয়াপ্ত করে নিতে চলেছে পাকিস্তান সরকার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান আশ্রিত জঙ্গি তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের যাবতীয় সম্পত্তি ও তথাকথিত 'সমাজসেবামূলক' প্রতিষ্ঠানগুলিকে এবার বাজেয়াপ্ত করে নিতে চলেছে পাকিস্তান সরকার। সংবাদ সংস্তা রয়টার্স-এর কাছে এমনই কিছু নথি এসে পৌঁছেছে বলে খবর। এবিষয়ে গোপনে এক নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের তরফে, বলে দাবি ওই সংবাদ সংস্থার।

হাফিজ সঈদের সম্পত্তি নিয়ে গোপনে এই চরম পদক্ষেপ পাকিস্তানের, কেন এমন জানেন

[আরও পড়ুন:কুলভূষণ বিতর্কের মধ্যেই দুদেশের উত্তেজনা প্রশমনে উদ্যোগ, ব্যাংকক বৈঠক নিয়ে নীরবতা মোদী সরকারের][আরও পড়ুন:কুলভূষণ বিতর্কের মধ্যেই দুদেশের উত্তেজনা প্রশমনে উদ্যোগ, ব্যাংকক বৈঠক নিয়ে নীরবতা মোদী সরকারের]

গত ১৯ ডিসেম্বর এক বিশেষ নির্দেশে ,পাকিস্তান সরকার দেশের বিভিন্ন প্রভিন্সের প্রশাসনের কাছে, হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে নির্দেশ দেয়। এবিষয়ে পাকিস্তানের ৫ টি প্রভিন্সের প্রশাসনকে নিজেদের অ্যাকশন প্ল্যানের কথা জানাতেও বলেছে ইসলামাবাদ। অ্যাকশন প্ল্যান জানানোর শেষ তারিখ ২৮ ডিসেম্বর, এমনই এক নথির কথা গোপনসূত্র মারফৎ জানতে পেরেছে রয়টার্স। জানা গিয়েছে, এফএটিএফ নামের এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে প্রবল চাপের মুখে পড়েই এমন পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান।

এফএটিএফ নামের ওই প্রতিষ্ঠান অর্থনৈতিক দুর্নীতি তথা জঙ্গি কার্যকলাপের ব্যবহৃত টাকার হিসাব রাখে। এই প্রতিষ্ঠানের তরফে, পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে যদি জঙ্গি সংগঠনের টাকার ওপর নিয়ন্ত্রণ না রাখাতে পারে পাকিস্তান, তাহলে চরম বিপদের মুখে পড়তে হতে পারে তাদের। এরপরই নড়েচড়ে বসে পাক প্রশাসন।

[আরও পড়ুন:যোগীর রাজ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, কেন এমন হল, কী বলছেন রাজ্যের মন্ত্রী][আরও পড়ুন:যোগীর রাজ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, কেন এমন হল, কী বলছেন রাজ্যের মন্ত্রী]

English summary
Pakistan’s government plans to seize control of charities and financial assets linked to Islamist leader Hafiz Saeed, who Washington has designated a terrorist, according to officials and documents reviewed by Reuters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X