For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক অধিকৃত কাশ্মীরে নতুন ছকে জঙ্গি শিবির! ভারতে রক্তগঙ্গা বইয়ে দিতে ১০ হাজার জঙ্গিকে ট্রেনিং

ভারতে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করতে পুরনো পদ্ধতিতেই আস্থা রাখতে চায় পাকিস্তান। এর জন্য তারা নতুন উপায় অবলম্বন করছে। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান চলমান প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করতে পুরনো পদ্ধতিতেই আস্থা রাখতে চায় ইমরান খানের পাকিস্তান। এর জন্য তারা নতুন উপায় অবলম্বন করছে। অধিকৃত কাশ্মীরে পাকিস্তান চলমান প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। গোয়েন্দা সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

পাক সেনাবাহিনীর সহযোগিতায় জঙ্গি শিবির

পাক সেনাবাহিনীর সহযোগিতায় জঙ্গি শিবির

পাকিস্তানের জঙ্গি সংগঠন জামাত-ই-ইসলামি রাওয়ালকোটের টার্নোটি এবং পোথিবালায় এই জঙ্গি ক্যাম্পের দায়িত্বে রয়েছে। সেখানেই ভারতে হামলা চালানোর জন্য সশস্ত্র প্রশিক্ষণ ২০১৯-এর অগাস্টে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতায় জৈশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলি জঙ্গি শিবির গড়ে তুলেছে। এইসব জঙ্গিদের প্রকৃত নিয়ন্ত্রণ
রেখা পার হয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের তালিমও দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের বিখ্যাত ধর্মীয় স্থানগুলিতে হামলার জন্যও তাদের বলা হচ্ছে।শিবিরের আয়োজন করা হয়েছে।

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, হিজবুল কমান্ডার সামসের খানকে জম্মু ও কাশ্মীরে নতুন করে অনুপ্রবেশের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের
মধ্যে রাজ্যে বড় অনুপ্রবেশ ঘটানোর চেষ্টায় রয়েছে তারা।

সক্রিয় আইএসআই

সক্রিয় আইএসআই

সেনাবাহিনীর পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও সক্রিয়ভাবে জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করছে। ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুন খাওয়া প্রদেশ থেকে ১০ হাজার জঙ্গি
নিয়োগের চেষ্টাও চালানো হচ্ছে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনা এবং আইএসআই তিনটি নতুন জঙ্গি শিবির গড়ে তুলেছে পাক অধিকৃত কাশ্মীরে। এখনও পর্যন্ত
১৮ টি জঙ্গি শিবির এবং লঞ্চ প্যাড চিহ্নিত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। জঙ্গি শিবিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মনসেরা, কোটলি। লঞ্চ প্যাডগুলি রয়েছে বালাকোট, গারহি, হাবিবুল্লা, বাটরাসি,
চেরো মান্ডি, সিওয়াই নালা, মুসকারা এবং আবদুল্লা বিন মাসুদ।

<strong>[আরও পড়ুন: যত বড় নেতা, তত বড় জেল! কাটমানি নিয়ে তৃণমূলকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের]</strong>[আরও পড়ুন: যত বড় নেতা, তত বড় জেল! কাটমানি নিয়ে তৃণমূলকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের]

[আরও পড়ুন: ফের বিতর্কে ফেসবুক, অনলাইনে ফাঁস হচ্ছে ব্যবহারকারীদের ফোন নম্বর][আরও পড়ুন: ফের বিতর্কে ফেসবুক, অনলাইনে ফাঁস হচ্ছে ব্যবহারকারীদের ফোন নম্বর]

English summary
Keeping up with its decades-old policy of using all means to create trouble in India, Pakistan has now established new and movable training camps for terrorists in Pakistan-occupied Kashmir (PoK), intelligence sources said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X