For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা! ‘ইতিবাচক’ পাকিস্তানের স্রেফ একটাই শর্ত

রাষ্ট্রসঙ্ঘের চাপের কাছে অবশেষে নতিস্বীকার করতে চলেছে পাকিস্তান? জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে পাকিস্তান।

Google Oneindia Bengali News

রাষ্ট্রসঙ্ঘের চাপের কাছে অবশেষে নতিস্বীকার করতে চলেছে পাকিস্তান? জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে পাকিস্তান। পাকিস্তান এ প্রসঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য স্রেফ একটাই শর্ত আরোপ করেছে। পাকিস্তানের শর্ত-পুলওয়ামার ঘটনায় মাসুদ আজহারের নাম জোড়া যাবে না।

মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা! ‘ইতিবাচক’ পাকিস্তানের স্রেফ একটাই শর্ত

রবিবার, পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল বলেন, পুলওয়ামা হামলায় মাসুদ আজহারের জড়িত সেই প্রমাণ দিক ভারত। তবেই পুলওয়ামার ঘটনায় মাসুদ আজহারকে নিয়ে আলোচনা হবে। এই পুলওয়ামা প্রসঙ্গ বাদ দিয়ে আলোচনা করতে রাজি আমরা। এমনকী মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার বিষয়টি 'বড় ইস্যু' নয় ব্যাখ্যা করেছেন ফয়জল।

মাসুদকে দ্রুত জঙ্গি তালিকাভুক্ত করতে ব্রিটেন সওয়াল করে। পাক মদত পুষ্টি জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাঁরা অনমনীয় মনোভাব দেখান। তারপরই পাকিস্তানের তরফে বিবৃতি জারি করা হয়। বিশেষজ্ঞরা মনে করছে, কার্যত চাপে পড়ে ইসলামাবাদ সুর নরম করেছে।

পাকিস্তানের এই বার্তার পর বেজিংও খানিক নরম মনোভাব দেখিয়েছেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানোর ব্যাপারে আশ্বাস দেয় বেজিং। উল্লেখ্য, গত মাসে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার ব্যাপারে চতুর্থবার ভিটো প্রয়োগ করে চিন। এদিকে, পুলওয়ামা ঘটনার পরে মাসুদকে জঙ্গি তকমা দিতে যুক্তরাষ্ট্র তৎপর হয়ে ওঠে। বাধ সেধেছিল শুধু চিন।

English summary
Pakistan gives only condition to announce Masud Azhar as global terrorist. Pakistan’s condition is no discussion about Pulwama Terror attack,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X