For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক সেনার প্রশিক্ষণে ভিনদেশের মাটিতে বেড়ে উঠছে জঙ্গি সংঠন লস্কর-ই-তৈবা ! ভারতে কোন ধরনের হামলার ছক

একদিকে মার্কিন মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প বলছেন আফগানিস্তানের মাটি থেকে তালিবান নিশ্চিহ্ন করার কথা। আর অন্যদিকে, সেই আফগানিস্তানের মাটিতেই জঙ্গিদের প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা।

  • |
Google Oneindia Bengali News

একদিকে মার্কিন মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প বলছেন আফগানিস্তানের মাটি থেকে তালিবান নিশ্চিহ্ন করার কথা। আর অন্যদিকে, সেই আফগানিস্তানের মাটিতেই জঙ্গিদের প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পাক সেনার প্রশিক্ষণের আওতায় এবার বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠন লস্ক-ই -তৈবা।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও পাক সেনার প্রশিক্ষণ!

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও পাক সেনার প্রশিক্ষণ!


পাকিস্তানের কুনার প্রভিন্সে পাক গোয়েন্দা সংস্থা ও লস্কর-ই-তৈবার গুপ্ত সাক্ষাৎকারের সময় সেখানে হাজির ছিলেন পাকিস্তান সেনার প্রতিনিধিরাও। আর সেই বৈঠকেই ভারতের ওপর নিশানা দাগার বিষয়টি স্থির হয়েছে বলে খবর ভারতীয় গোয়েন্দাদের কাছে এসে পৌঁছয়। যে পাকিস্তানের প্রধানমন্ত্রী মার্কিন মুলুকে বসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন। সেখানে পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নাশকতার নিশানা করার পরিকল্পনা করছে বলে খবর।

 পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও ভারতের নিশানা

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও ভারতের নিশানা

ভারতীয় গোয়েন্দাদের খবর অনুযায়ী, আত্মঘাতী হামলা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে ঘটাবার পরিকল্পনা করছে পাকিস্তান। এজন্য ভারতের ঐতিহাসিক সৌধ ও মিনারগুলিকে নিশানায় রাখছে জঙ্গিরা, বলে খবর।

 আফগানিস্তানের মাটিতে প্রশিক্ষণ

আফগানিস্তানের মাটিতে প্রশিক্ষণ


আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি শিবিরগুলিকে প্রশিক্ষণ দিয়ে চলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসাই। আফগানিস্তানের মাটিতে ক্রমেই শিরা উপশিরা গজাতে শুরু করেছে পাক মদতপুষ্ট জঙ্গি শিবির লস্কর ই তৈবার। লস্কর জঙ্গিদের আফগানিস্তানের দায়িত্বে রয়েছে পাক জঙ্গি হাফিজ সইদের ছেলে তালহা সইদ।

English summary
The Lashkar-e-Taiba (LeT) is working closely with Islamic State in Afghanistan and has drawn up plans with the Pakistan Army to target Indian and US assets and interests in the war-torn country, people familiar with developments said on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X