For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাক নয়, এখন পাকিস্তানে ডালপালা মেলছে আইএস জঙ্গিরা, সতর্কবার্তা প্রাক্তন মার্কিন সেনা আধিকারিকের

ইরাক ছেড়ে আইএস জঙ্গি সংগঠন এবার নিশ্চিন্তে ঘাঁটি গাড়ছে পাকিস্তানের মাটিতে।

  • |
Google Oneindia Bengali News

ইরাক ছেড়ে আইএসআইএস জঙ্গিরা এবার নিশ্চিন্তে ঘাঁটি গড়ছে পাকিস্তানের মাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রাক্তন সেনা আধিকারিক লরেন্স সেলিন এমনটাই জানিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের মাটিতে ক্রমশ প্রভাব বিস্তার করছে আইএস জঙ্গিরা। মার্কিন সেনার দাপাদাপি কিছুটা কমে যাওয়ায় জঙ্গিদের রমরমা পাকিস্তানে বেড়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রভাব বিস্তার পাকিস্তানে

প্রভাব বিস্তার পাকিস্তানে

ইস্টারের দিন শ্রীলঙ্কায় একের পর এক নৃশংস জঙ্গি হামলা প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন মার্কিন সেনা আধিকারিক বলেন, আইএসআইএস এর জন্ম পাকিস্তানে হয়েছিল। এখন তারা আফগানিস্তানের ঘাঁটি গড়লেও পাকিস্তানে বড় প্রভাব বিস্তার করতে শুরু করেছে।

উদ্বাস্তু হিসাবে আগমন

উদ্বাস্তু হিসাবে আগমন

আইএস জঙ্গিরা পাকিস্তানি তালিবান - তেহরিক-ই-তালিবান পাকিস্তান সংগঠনের মধ্য দিয়ে আফগানিস্তানের নানগরহর প্রদেশে ২০১০ সাল থেকে ঘাঁটি গড়তে শুরু করেছে। খাইবার প্রদেশের উপজাতি এলাকাগুলিতে এই ঘটনা ঘটছে।

[আরও পড়ুন:পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, প্রাণ গেল চার জনের, আহত বহু][আরও পড়ুন:পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, প্রাণ গেল চার জনের, আহত বহু]

দক্ষিণ এশিয়ায় ছক

দক্ষিণ এশিয়ায় ছক

একসময় ইসলামিক স্টেট এর ভিত্তিপ্রস্তর তৈরি হয় পাকিস্তানে। পরে পাকিস্তান থেকে হাজার হাজার যুবক খিলাফত করবে বলে সিরিয়ার উদ্দেশে উড়ে গিয়েছিল। তার মধ্যে অনেকেই আবার ফেরত এসেছে। ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে পাকিস্তানি আইএস অশান্তি তৈরি করতে চলেছে বলে প্রাক্তন মার্কিন সেনা আধিকারিক লরেন্স সতর্ক করেছেন। এতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদত রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে জঙ্গি-আতঙ্ক! বেঙ্গালুরু মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা][আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে জঙ্গি-আতঙ্ক! বেঙ্গালুরু মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা]

English summary
Pakistan again giving shelter to ISIS terrorists, warns ex USA army colonel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X