For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের রহস্যমৃত্যু

চিন এবং তাইওয়ানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! আর এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের এক সরকারি আধিকারিকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য। ওই ব্যক্তি তাইওয়ানের মিসাইল ডেভেলোপমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার হোটেলে

  • |
Google Oneindia Bengali News

চিন এবং তাইওয়ানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! আর এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের এক সরকারি আধিকারিকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য। ওই ব্যক্তি তাইওয়ানের মিসাইল ডেভেলোপমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার হোটেলের ঘরে ওই আধিকারিকের নিথর দেহ উদ্ধার হয়।

কি করে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন আগে মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান ঘুরে গিয়েছেন। যা নিয়ে চরমে উত্তেজনা। আর এর মধ্যে তাইওয়ানের ওই আধিকারিকের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন।

ব্যক্তির নাম Ou Yang Li-hsing।

ব্যক্তির নাম Ou Yang Li-hsing।

যদিও এখনও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হচ্ছে না। তবে এই মৃত্যু ঘিরে একাধিক তথ্য ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম Ou Yang Li-hsing। তিনি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের deputy head হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি মিসাইল ব্যবস্থাকে আরও উন্নত করার কাজেও ব্যস্ত ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই আধিকারিক একাধিক মিসাইল প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন।

ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে

ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে

ফলে Ou Yang Li-hsing-এর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর পিছনে কি চিনের হাত? উড়িয়ে দিচ্ছেন তাইওয়ানের গোয়েন্দারা। যদিও এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি

আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি

গত কয়েকদিন আগেই তাইপে সফর করেন মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi। গত ২৫ বছরে কোনও মার্কিন সরকারি আধিকারিক তাইওয়ান সফর করে। আর তাতেই রেগে ফায়ার লালচিন। একেবারে আমেরিকাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি আমেরিকা আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি দিয়ে জানায় বেজিং। আর এর ফল আমেরিকাকে পেতে হবে বলেও জানিয়েছে কমিউনিস্ট এই দেশটি। আর এরপর থেকে তুঙ্গে উত্তেজনা।

মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

ইতিমধ্যে তাইওয়ানের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে যোগ্য জবাব দিতে তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে চিনের তরফে বিশাল মহড়া শুরু হয়েছে। একাধিক যুদ্ধবিমান এবং জাহাজকে নামানো হয়েছে এই মহড়ায়। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে চিনের একাধিক যুদ্ধ বিমান ও জাহাজ দেখা গিয়েছে। সে দেশেরর মন্ত্রক গোটা পরিস্থিতিরত উপর নজর রাখছে। আর এর মধ্যেই তাইপের প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

English summary
officer from Taiwan Defence Ministry death after Chinese missile flied over Taiwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X