For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও কমল ওবামার জনপ্রিয়তা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বারাক ওবামা
ওয়াশিংটন, ১৩ নভেম্বর: মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কমে গেল। নানা প্রশাসনিক ব্যর্থতায় মানুষ এতই তিতিবিরক্ত যে, আমেরিকার অন্তত ৫৪ শতাংশ মানুষ বলছেন, বারাক ওবামা একজন অসৎ মানুষ। এঁকে বিশ্বাস করা যায় না।

গত বছর যখন রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা, তখনও বোধ হয় ভাবেননি, এত তাড়াতাড়ি জনপ্রিয়তার সূচক নেমে যাবে। সম্প্রতি কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ৫৪ শতাংশ মানুষ ওবামার কাজকর্মে খুশি নন। ৩৯ শতাংশ অবশ্য় পক্ষেই মত দিয়েছেন। প্রসঙ্গত, অনুরূপ একটি সমীক্ষা প্রকাশিত হয়েছিল গত পয়লা অক্টোবর। সেখানে ৪৯ শতাংশ মানুষ ওবামার বিরুদ্ধে মত দিয়েছিলেন। অর্থাৎ ক্রমশ পায়ের তলা থেকে মাটি হারিয়েছেন তিনি। আরও চিন্তার বিষয় হল, মহিলারা বেশি ক্ষুব্ধ এই কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির বিরুদ্ধে। ৫১ শতাংশ মহিলা বিপক্ষে ভোট দিয়েছেন। আর ৩৯ শতাংশ মহিলা মাত্র তাঁর পক্ষে।

কেন এই দশা? ওয়াকিবহাল মহলের বক্তব্য, নয়া স্বাস্থ্য আইন যা 'ওবামা কেয়ার' নামে পরিচিত, তা-ই মূলত জনপ্রিয়তা হ্রাসের কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহভাগ মানুষ মনে করছেন, এই ব্যবস্থার জেরে স্বাস্থ্য পরিষেবা আরও খারাপ হবে। গরিব মানুষের উপকার হবে না। প্রসঙ্গত, মার্কিন সংবিধান অনুযায়ী, তৃতীয় বারের জন্য রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়া যায় না। তাই ২০১৬ সালে ওবামাকে এমনিতেই সরতে হবে। কিন্তু, যাওয়ার আগে বিপুল মানুষের বিরক্তির বোঝা বইতে হবে তাঁকে।

English summary
obama popularity all time low
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X