For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বাতিল জামিনের আবেদন! আপাতত হেফাজতেই পিএনবি-প্রতারক নীরব

আপাতত লন্ডনের আদালত থেকে জামিনের কোনও সম্ভাবনা নেই প্রায় ১৪ হাজার কোটির পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীর।

  • |
Google Oneindia Bengali News

আপাতত লন্ডনের আদালত থেকে জামিনের কোনও সম্ভাবনা নেই প্রায় ১৪ হাজার কোটির পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীর। শুক্রবার লন্ডনের আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বিচারক নীরব মোদীর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার চেষ্টার কথা তুলে ধরে জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারক বলেন. যেসব প্রমাণ নীরব মোদীর বিরুদ্ধে জমা পড়েছে, তাতে বলাই যায় নীরব মোদী আত্মসমর্পণ করবেন না। ওই একই বিচারক এমা আরবাথনট গত ডিসেম্বরে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের আদেশ দিয়েছিলেন।

ফের বাতিল জামিনের আবেদন! আপাতত হেফাজতেই পিএনবি-প্রতারক নীরব

গত সপ্তাহের গ্রেফতারের পর এটা ছিল নীরব মোদীর জামিনের জন্য দ্বিতীয় আবেদন। এদিন সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাকে ফেরত যেতে হয় এইচএমপি ওয়ার্ডস ওয়ার্থ কারাগারে। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ এপ্রিল। সেইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযুক্তকে হাজির করানো হবে।

ভারতের তরফে এদিন আদালতে সওয়াল করে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সংক্ষেপে সিপিএস। নীরব মোদীর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকির অভিযোগ করা হয়েছে। নীরর মোদীর বিরুদ্ধে গ্রেফতারি এড়াতে ২০ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সিপিএস আদালতে বলেছে, নীরব মোদীকে জামিন দিলে বড় সম্ভাবনা রয়েছে তার পালিয়ে যাওয়ার। এছাড়াও প্রত্যক্ষদর্শীকে হুমকি এবং প্রমাণ লোপাটেরও চেষ্টা করতে পারেন তিনি। শুনানিতে উঠে এসেছে, নীরব মোদীর নির্দেশে, ভারতে পিএনবি প্রতারণা সংক্রান্ত ফোন রেকর্ড নষ্ট করে দেওয়ার।

লন্ডনে বিজয় মালিয়ার আইনজীবীই এখন নীরব মোদীর আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন। আইনজীবী ক্লেয়ার মন্টগোমারি তার মক্কেলের বিরুদ্ধে আনা পালিয়ে যাওয়ার সম্ভাবনার অভিযোগ অস্বীকার করেন। কেননা লন্ডনে নিজের নামেই রয়েছে ভাড়ার ফ্ল্যাট। এছাড়াও নিজের নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলারও চেষ্টা করছিলেন তিনি। তারই মধ্যে ২০ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

বিচারক মেরি ম্যালন নীরব মোদীকে প্রথম দফার শুনানিতে জামিন খারিজ করে দিয়েছিলেন। লন্ডনের একটি ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টার সময় স্কটল্যান্ড ইয়ার্ড তাকে গ্রেফতার করে। সেই শুনানির সময় জামিনের বন্ড হিসেবে নীরব মোদী হাফ বিলিয়ন পাউন্ড দেওয়ার কথা বলেছিলেন। যদিও সব চেষ্টাই বৃথা যায়।

English summary
Nirav Modi was denied bail again by London Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X