For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন গবেষণায় পাওয়া যাবে মৃদু ভূমিকম্পের পূর্বাভাস, বাঁচানো যাবে বহু প্রাণ

নতুন গবেষণায় পাওয়া যাবে মৃদু ভূমিকম্পের পূর্বাভাস, বাঁচানো যাবে বহু প্রাণ

Google Oneindia Bengali News

সম্প্রতি গবেষকরা ভূমিকম্প প্রবণ এলাকার জন্য সফল এক গবেষণা করেছেন। তাঁরা মৃদু ভূমিকম্পের পূর্বাভাসে আরও জোর দিয়েছেন যাতে ভূমিকম্প প্রবণ এলাকাগুলি থেকে মানুষদের আগে থেকে সরিয়ে আনা যেতে পারে।

গবেষণাটি আসলে কি

গবেষণাটি আসলে কি

এইচএসই বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ এবং আরএএস স্পেস রিসার্চ ইনস্টিটিউটের আন্তর্জাতিক গবেষকরা এই গবেষণায় অংশ নিয়েছিলেন। তাঁরা আবিষ্কার করেছেন আসন্ন ভূমিকম্প। জানা গিয়েছে, এই পদ্ধতিতে অভ্যন্তরীণ মাধ্যাকর্ষণ তরঙ্গের (‌আইজিডব্লিউ)‌ প্যারামিটার ভূমিকম্প হওয়ার পাঁচদিন আগেই তা পরিবর্তন হতে শুরু করবে। এই পদ্ধতিটি গবেষকদের মৃদু ভূমিকম্পের আগাম আভাস দেবে। এই গোটা গবেষণাটি প্রকাশ পেয়েছে ডোকলেডি আর্থ সায়েন্স জার্নালে। বর্তমানে বিজ্ঞানীরা দশ বছর থেকে কয়েক মাসের ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেন কিন্তু এখনও এই ভূমিকম্পের সঠিক সময় নির্ধারন করা সম্ভব নয়। তবে সঠিক ও নির্ভরযোগ্য মৃদু ভূমিকম্পের পূর্বাভাস ভূমিকম্প প্রবণ এলাকা থেকে মানুষকে আগে থেকে সরিয়ে নিতে সহায়তা করবে। এই পদ্ধতি বিকাশের জন্য গবেষকরা ভূমিকম্প প্রবণ এলাকাগুলি থেকে তাদের ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন ব্যতিক্রম রেকর্ড করে এনেছে।

তথ্য নেওয়া হয়েছে যেখান থেকে

তথ্য নেওয়া হয়েছে যেখান থেকে

এই গবেষণার গবেষকরা বিভিন্ন ভূমিকম্পর সময় তথ্য সংগ্রহ করে রেখেছিলেন। ২০১৩ সালের ২৬ মে হওয়া উজবেকিস্তানে হওয়া ভূমিকম্প, ২০০৭ সালের ৮ জানুয়ারি কাইরজিস্তানের ভূমিকম্প এবং ২০১৩ সালে ২৮ জানুয়ারি কাজাকিস্তানের ভূমিকম্প থেকে গবেষকরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। এই তিন ঘটনার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে পাঁচদিন আগেই অভ্যন্তরীন মাধ্যাকর্ষণ তরঙ্গের প্যারামিটার পরিবর্তন হয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন, ভূমিকম্পের সময় মধ্য বায়ুমণ্ডলের (‌স্টেটোসফেয়ার ও মেসোস্ফেয়ার সহ পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর)‌ তাপমাত্রার আচরণ অনেকটা বদলে যায়। এই আইজিডব্লিউ তরঙ্গের দৈর্ঘ্য নির্ধারণ করে।

গবেষণার ফল

গবেষণার ফল

এইচএসই রসায়নের অধ্যাপক সার্গি পোপেল বলেন, ‘‌এই আইজিডব্লিউ পদ্ধতিতে ভূমিকম্পের আগাম সতর্কতা পাওয়া যাবে। এতে ভূমিকম্প প্রবণ এলাকা থেকে মানুষজনকে আগেই সরিয়ে নিয়ে যেতে পারবে। বিশাল ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।'‌ প্রসঙ্গত, বিশ্বের বেশ কিছু দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। যার জন্য বহু ক্ষতি এবং হতাহত হয়েছে অনেকে।

আপনার অজান্তেই আপনার বাড়ি বলে দিতে পারে কেমন চরিত্রের মানুষ আপনি! বলছে গবেষণা আপনার অজান্তেই আপনার বাড়ি বলে দিতে পারে কেমন চরিত্রের মানুষ আপনি! বলছে গবেষণা

মোবাইল ফোন লক করার প্রক্রিয়াই বলে দেবে আপনার বয়স, বলছে গবেষণামোবাইল ফোন লক করার প্রক্রিয়াই বলে দেবে আপনার বয়স, বলছে গবেষণা

English summary
This data can help experts develop short-term earthquake forecast methods. The results of the study have been published in the journal -- Doklady Earth Sciences
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X