For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে বিরল গ্রহের দেখা, নতুন 'পৃথিবী'র ভিডিও-বার্তা দিলেন নাসার বিজ্ঞানীরা

নাসার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ভিন গ্রহের। ভিন মুলুকের এই গ্রহে প্রাণের হদিশও মিলতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। একেবারে অন্য ধরনের এই গ্রহের সন্ধান ভিডিও বার্তায়।

  • |
Google Oneindia Bengali News

নাসার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ভিন গ্রহের। ভিন মুলুকের এই গ্রহে প্রাণের হদিশও মিলতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। একেবারে অন্য ধরনের এই গ্রহের সন্ধান দিয়ে তাঁরা ভিডিও বার্তায় জানান, এই নতুন গ্রহ পৃথিবীর দ্বিগুণ। এবং নেপচুনের অর্ধেক। খবর সেটা নয়, খবর হল- এই গ্রহটি এমন এক জায়গায় অবস্থান করতে, যা বসবাসযোগ্য।

হ্যাবিটেবল জোনে নতুন গ্রহ

হ্যাবিটেবল জোনে নতুন গ্রহ

পৃথিবী যেমন সৌরমণ্ডলের এমন এক অবস্থানে রয়েছে, যা বসবাসযোগ্য। তেমনই ওই গ্রহও তার নক্ষত্রের এমন পরিমণ্ডলে অবস্থান করছে যে, তা হল হ্যাবিটেবল জোন। ওই অবস্থানে জল তরল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।

বায়ুমণ্ডলের অস্তিত্বের সম্ভাবনা

বিজ্ঞানীরা জানার চেষ্টা চালাচ্ছেন, ওই গ্রহে বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে কি না। তাহলে সেই মুলুকে প্রাণের হদিশও থাকতে পারে। আমেরিকান সোসাইটির ২৩৩তম বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। নাসার কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্যের উপর ভিত্তি করেই এই খবর দিয়েছেন বিজ্ঞানীরা।

ভিন গ্রহের নাম ‘কে-২-২৮৮ বিবি'

পৃথিবী থেকে ২২৬ আলোকবর্ষ দূরে অবস্থিত এই ভিন গ্রহের নাম দেওয়া হয়েছে ‘কে-২-২৮৮ বিবি'। টরাস নক্ষত্রপুঞ্জে অবস্থান এই গ্রহের। এই টরাস সূর্যের থেকে আকারে অনেক ছোট এবং অনেক হাল্কা। টরাসকে একবার প্রদক্ষিণ করতে ভিন গ্রহটির ৩১.৩ পার্থিব দিন সময় লাগে।

দুটি তারা একে অন্যকে প্রদক্ষিণ করছে

দুটি তারা একে অন্যকে প্রদক্ষিণ করছে

এই গবেষক দলের নেতৃত্বে রয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রী আদিনা ফিনস্টিন। তিনি জানিয়েছে, ওই গ্রহটি যে তারামণ্ডলে রয়েছে, সেখানে দুটি তারা একে অন্যকে প্রদক্ষিণ করছে। কোনও তারামণ্ডলের এই অবস্থাকে বলে বাইনারি সিস্টেম। দুটি তারাই সূর্যের থেকে আকারে ছোট।

English summary
New planet is discovered by scientists of NASA. They research to get lives in this planet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X