For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সংক্রমণ নির্মূলের উপায় নিয়ে বড় বার্তা হু-এর!রোগ কতটা ভয়ানক জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা

  • |
Google Oneindia Bengali News

কোভিড ১৯ এর সঙ্গে লড়াইয়ে গোটা বিশ্ব আপাতত সংঘবদ্ধ মেজাজে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কোনও ভাবেই এর মারণ ওষুধ তৈরি হওয়ার নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি। বিশ্ব মহামারীর তেহারা নেওয়া এই মারণ রোগ কতটা বিপর্যয় বাড়িয়ে তুলতে পারে, তা নিয়ে আরও এক প্রকারের ছবি তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

 হু -এর বার্তা

হু -এর বার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার করোনা ভাইরাসের মারণ ছোবলের সঙ্গে তুলনায় টানল বার্ড ফ্লুকে। ২০০৯ সালের মহামারীর চেহার নিয়েছিল বার্ড ফ্লু। সেই ঘটনার চেয়ে ১০ গুণ ভয়ানক হল এই করোনা ভাইরাস। এমনই দাবি জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

 সোয়াইন ফ্লু ও করোনার প্রতিকার

সোয়াইন ফ্লু ও করোনার প্রতিকার

করোনা ভাইরাসের সঙ্গে বার্ড ফ্লুয়ের তুলনা টেনে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৮,৫০০ জন এইচওয়ান এনওয়ান ভাইরাসের জেরে মারা গিয়েছিলেন প্রথমে। সেই সংখ্যা বেড়ে ৫ লক্ষ হতে পারে বলে বলে মনে করা হয়েছিল। প্রথমে এর মারণ থাবার দংশন চেনা যায়নি। কিন্তু পরবর্তীকালে তা প্রকাশ পায়। করোনা এর চেয়েও ক্ষতিকারক বলে দাবি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

কোভিড ১৯ এর থেকে মুক্তির পথ কী?

কোভিড ১৯ এর থেকে মুক্তির পথ কী?

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গ্যাব্রিয়েসস জানিয়েছেন, মারণ ব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র উপায় ভ্যাকসিন। যতক্ষণ না এই ভ্যাকসিনের আবিষ্কার হচ্ছে, ততক্ষণ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না।

English summary
New Coronavirus 10 Times Deadlier Than Swine Flu, says WHO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X