For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন নেলসন ম্যান্ডেলা, শোকস্তব্ধ গোটা দুনিয়া

Google Oneindia Bengali News

চলে গেলেল নেলসন ম্যান্ডেলা, শোকস্তব্ধ গোটা দেশ
জোহানেসবার্গ, ৬ ডিসেম্বর : চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্ণবিদ্বেষ বিরোধী মহানায়ক নেলসেন ম্যান্ডেলা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই ফুসফুসজনিত সংক্রমণে ভুগছিলেন তিনি। এদিন নিজের জোহনেসবার্গের বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

একজনের পক্ষে যা সম্ভব উনি তার থেকে অনেক বেশি বিশ্বকে দিয়েছেন : বারাক ওবামা

ম্যান্ডেলার মৃত্যুতে শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, শোকাহত গোটা বিশ্ব। নিজের রাজনৈতিক কার্যকলাপের জন্য ২৭ বছর জেলে থেকে দক্ষিণআফ্রিকায় শ্বেত-সংখ্যালঘু শাসন থেকে রূপান্তরে নেতৃত্ব দেন। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সর্ববর্ণসম্মিলিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেলসেন ম্যান্ডেলা ২৭ বছর কারারুদ্ধ থাকার পরও ধর্মপ্রচারের ক্ষেত্রে বিশ্বর সবচেয়ে সম্মানীয় মুখপাত্র ছিলেন। ২০১০ সালে শেষবারের মতো জনসমক্ষে এসেছিলেন তিনি।মহানায়কের মৃত্যুতে স্তব্ধ গোটা জোহনেসবার্গের সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শ্রদ্ধাঞ্জলি দিতে চাইছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছছেন একজন মানুষের পক্ষে যা করা সম্ভব নেলসেন ম্যান্ডেলা তার থেকে অনেক বেশি বিশ্বকে দিয়ে গিয়েছেন। তাঁর শারীরিক মৃত্যু হলেও তিনি বছরের পর বছর আমাদের মনের মধ্যেই জীবিত থাকবেন। এই বিশ্ব শোকে হোয়াইট হাউসের পতাকাও অর্ধনমিত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

English summary
Nelson Mandela dies in Johannesburg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X