For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের 'তিন তালাক' রায় নিয়ে মুখ খুলে কি ফের বিতর্ক বাঁধালেন তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন ভারতের তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ খুলেছেন। তিনি যা বলেছেন তা নিয়ে বিতর্ক বাঁধল বলে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভারতের তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ খুলেছেন। তিনি যা বলেছেন তা নিয়ে বিতর্ক বাঁধল বলে। তসলিমা বলেছেন, এখানেই শেষ নয়, আরও অনেকদূর এগোতে হবে। মহিলাদের শুধু তিন তালাক থেকে রক্ষা করলেই হবে না। তাহলেই তাঁরা স্বাধীনতা পাবেন না। মহিলাদের শিক্ষিত হতে হবে, স্বনির্ভর হতে হবে।

'তিন তালাক' রায় নিয়ে মুখ খুলে কি ফের বিতর্ক বাঁধালেন তসলিমা

সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর টুইট করে তিনি বলেন, কুরানের ১৪০০ বছর পুরনো আইন ভেঙে গেল। আমরা চাই সমতার ভিত্তিতে আধুনিক আইন। তাই শুধু তিন তালাক কেন? পুরো ইসলামিক বা শরিয়ত আইন তুলে দেওয়া উচিত। শুধু তাই নয়, সব ধরনের ধর্মীয় আইন-নিয়ম ভেঙে গুড়িয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তসলিমা নাসরিন।

তাঁর মতে, ধর্ম ও ধর্মীয় আইনকে মানবতার খাতিরে বিসর্জন দেওয়া উচিত। কারণ এই দুটিই মহিলাদের পরিপন্থী। তিন তালাক প্রসঙ্গে তিনি বলেছেন, কোরানে এর কথা উল্লেখ নেই। তাই এটা যাক তা নয়। কোরানে আরও অনেক অবিচারের কথা রয়েছে। তাহলে কী সেগুলি থাকা উচিত? অবশ্যই নয়।

প্রসঙ্গত, তিন তালাককে আগামী ছয় মাসের জন্য বন্ধ করে দিয়েছে আদালত। পাশাপাশি রায় দিয়েছে তিন তালাক ইস্যুতে কেন্দ্রকে ছয় মাসের মধ্যে নতুন আইন তৈরি ও বলবৎ করতে হবে। অন্যথায় সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল থাকবে।

English summary
Need to go beyond triple talaq, abolish all religious law, says Taslima Nasreen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X