For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাদের জন্য জেলে বসছে টিভি, খবরের কাগজ, এসি, নিযুক্ত হবে পরিচারকও

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম শরীফকে একটি সাব-জেলে রাকা হতে পারে। সেখানে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন।

Google Oneindia Bengali News

শুক্রবারই দুর্নীতি মামলায় ১০ বছরের জেলের সাজা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। মেয়ে মরিয়মের কারাদণ্ড সাত বছরের। শোনা যাচ্ছে তাদের রাখা হবে হয় তাহোরের সেন্ট্রাল জেলে অথবা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ায় বিশেষ কিছু সুবিধাও পাবেন নওয়াজ। টিভি, খবরের কাগজ, এসি - এমনকী জেলে পরিচারকও পেতে পারেন।

জেলে পরিচারকও পেতে পারেন নওয়াজ ও মরিয়ম

পাক জেল সূত্রে খবর তাদের সাব-জেলে রাখা হতে পারে। সেক্ষেত্রে পিতা-কন্যা 'বি-ক্লাস' বন্দীর মর্যাদা পাবেন। সাধারণত যেসব বন্দীর কারাগারে জীবনের ঝুঁকি থাকে তাদেরকেই সাব-জেলে রাখা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে হওয়ায় নওয়াজ ও তাঁর মরিয়মকেও সাব-জেলেই রাখা হবে বলেই শোনা যাচ্ছে। মূলত অন্যবন্দীদের থেকে বিচ্ছিন্ন কারাগারে রাখাটাই সাব-জেল ব্যবস্থা।

বি-ক্লাস বন্দীর তকমা পাওয়াটা অবশ্য পিতা-কন্য়ার পক্ষে একপ্রকার ভালই। এই জেলে থাকলে, সাধারণ কয়েদীদের মতো বিশেষ পোশাক পড়তে হয় না। বাড়ি থেকে আনা খাওয়ার গ্রহণ করার সুযোগ পাওয়া যায়। এমনকী বন্দীরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারেন। সেই সঙ্গে থাকে টিভি, খবরের কাগজ, বাতানুকূল ব্যবস্থাও। তবে এসবকিছুই নির্ভর করে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতির উপর। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী বা উচ্চমর্যাদার কোনও ব্যক্তি বন্দী থাকলে তিনি জেলের অপর দুই বন্দীকে সহায়ক হিসেবে পেতে পারেন।

তবে এতকিছু আয়োজন যাদের জন্য তারা এখন দেশে নেই। গত ১৪ জুন তারিখে তারা পাকিস্তান ছেড়েছেন। দুজনেই আপাতত লন্ডনে আছেন। সেখানে নওয়াজের স্ত্রী কুলসুম শরিফের ক্যানসারের চিকিৎসা চলছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর সূত্রে জানা গিয়েছে তাদের অ্যান্টি কোরাপশন বডি নওয়াজ ও মরিয়ম পাক-ভূমে পা রাখা মাত্র, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা আছে মরিয়মের স্বামী অবসর প্রাপ্ত সেনা অপিসার ক্যাপ্টেন মুহম্মদ সফদরের বিরুদ্ধেও। দুর্নীতি মামলায় তাঁর সাজা ১ বছরের কারাদণ্ড। এর আগে নওয়াজের দুই পুত্র হাসান ও হুসেনের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তাঁরা পাকিস্তানে আসবেন না বলে জানিয়েছিলেন। নওয়াজও পালিয়ে গ্রেপ্তারি এড়াবেন এরকমটাই মনে করা হচ্ছে। তিনি নিজে অবশ্য বলেছেন, 'আমি চোর নই, পাকিস্তানে ফিরবই।'

English summary
Ex-Pak Prime Minister Nawaz Sharif and his daughter Maryam Sharif may be lodged in a sub jail where they can enjoy lots of amenities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X