For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে কে জয়ী হবেন তার আগাম অনুমান করে গিয়েছেন রহস্যময় বাবা ভাঙ্গা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে কে জয়ী হবেন তার আগাম অনুমান করে গিয়েছেন রহস্যময় বাবা ভাঙ্গা

Google Oneindia Bengali News

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ গোটা বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার আগ্রাসন নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে। এরই মাঝে বুলগেরিয়ার সাধু বাবা ভাঙ্গার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যদ্ববাণী নিয়ে চর্চা জোরদার হয়েছে। এর আগে তিনি মিলিয়ে দিয়েছেন ৯/১১, ব্রেক্সিট কিংবা ভাইরাসের হানায় অতিমারীর মতো নানা ঘটনা। বুলগেরিয়ার বাসিন্দাদের কাছে তো বটেই, সারা বিশ্বের কাছেই দৃষ্টিহীন এই বৃদ্ধার জনপ্রিয়তা যথেষ্ট। ১৯৯৬ সালে মারা গিয়েছেন তিনি। তাঁর আগেই বলে গিয়েছেন ভবিষ্যৎ দুনিয়ার নানা কথা।

বিশ্ব শাসন করবে রাশিয়া

বিশ্ব শাসন করবে রাশিয়া

বাবা ভাঙ্গার অনুমান অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের পর গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হতে চলেছেন এবং রাশিয়া গোটা বিশ্বকে একদিন শাসন করবে। বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন যে ভবিষ্যতে বিশ্বের রাজা হবে এই রাশিয়া এবং ইউরোপ পরিণত হবে মরুভূমিতে। বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ‘‌সবকিছু বরফের মতো গলে যাবে, কেবল একজনের গায়েই আঁচড় লাগবে না। তা রাশিয়ার গৌরব। রাশিয়াকে কেউ আটকাতে পারবে না। একদিন রাশিয়াই বিশ্বের শাসক হবে।'‌ তিনি এও জানিয়েছিলেন যে পথে আসা সব বাধাকে সরিয়ে দেবে রাশিয়া এবং বিশ্বকে শাসন করবে।

কে এই বাবা ভাঙ্গা

কে এই বাবা ভাঙ্গা

বাবা ভাঙ্গার প্রকৃত নাম ভাঙ্গেলিয়া পাণ্ডেভা গুস্তেরোভা। তিনি জন্ম নিয়েছিলেন ১৯১১ সালে বুলগেরিয়াতে। তীব্র ঝড়ের কারণে মাত্র ১২ বছর বয়সে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। অনেকেই বিশ্বাস করেন যে সেই ঝড় তাঁর চোখ কেড়ে নিলেও তাঁকে ভবিষ্যত দেখার ‘‌বিশেষ শক্তি'‌ দেয়। ৮৫ বছর বয়সে ১৯৯৬ সালে মৃত্যু হয় বাবা ভাঙ্গার কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণী এখন বাস্তব রূপ নিচ্ছে, যা দেখে মানুষ তখনও এবং বর্তমানে অবাক হচ্ছেন।

 কি কি অনুমান সত্য প্রমাণিত হয়েছে

কি কি অনুমান সত্য প্রমাণিত হয়েছে

আমেরিকায় জোড়া বিমান হামলা থেকে ইন্দোনেশিয়ায় সুনামি- অনেক কিছুই বাবা ভাঙ্গা আগে থেকে অনুমান করে জানিয়েছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় ৫০৭৯টি অনুমান করেছেন। যার মধ্যে অধিকাংশই বাস্তবে ফলে গিয়েছে। যার মধ্যে, বিশ্বের একাধিক দেশে পঙ্গপালের হামলা, জলের অভাব, ধ্বংসাত্মক ভূমিকম্প সুনামি ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। এছাড়াও আমেরিকা, ব্রেক্সিট ও সোভিয়েত ইউনিয়নে ৯/‌১১ আল কায়দার হামলার পূর্বাভাসও বাস্তবে ঘটেছে।

রাজকুমারি ডায়নার মৃত্যুর অনুমান

রাজকুমারি ডায়নার মৃত্যুর অনুমান

বাবা ভাঙ্গা চেরনোবিল বিপর্যয় ও রাজকুমারি ডায়নার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। একাধিক রিপোর্টে ৮৫ শতাংশ রেটিং নিয়ে বাবা ভাঙ্গা উচ্চতর সফল হয়েছেন। তাঁর ভবিষ্যদ্বাণীও কথিতভাবে ইসলামিক দেশের উত্থানের কথা বলেছিল এবং একাধিক রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি একজন আফ্রিকান-আমেরিকান হবেন সেই অনুমানও তিনি করেছিলেন।

English summary
mysterious baba vangas prediction who will win the russia ukraine war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X