For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লস্কর জঙ্গি লকভির মুক্তির বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ এপ্রিল : ২০০৮ সালে মুম্বই হামলার মূল অভিযুক্ত তথা লস্কর-ই-তৈবা কম্যান্ডার জঙ্গি জাকিউর রহমান লকভির মুক্তির বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন জানাল পাঞ্জাব প্রদেশের সরকার।

<strong>২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত জঙ্গি লকভি মুক্ত, ক্ষোভ ভারতীয় কূটনীতিবিদমহলে</strong>২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত জঙ্গি লকভি মুক্ত, ক্ষোভ ভারতীয় কূটনীতিবিদমহলে

গত সপ্তাহে ভারতের শত প্রতিরোধ, সমালোচনাকে একপ্রকার উপেক্ষা করে মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তথা লস্কর-ই-তৈবা জঙ্গি জাকিউর রহমান লকভিকে মুক্তি দেয় পাকিস্তানি আদালত। বিশ্ব জুড়ে সমালোচনার মাঝেই ফের পাকিস্তানের এহেন আচরণে সাড়া বিশ্বে আলোচনা শুরু হয়েছে। সন্ত্রাস দমনে পাকিস্তান ঠিক কী পদক্ষেপ করতে চলেছে তাই এখনও স্পষ্ট নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

লস্কর জঙ্গি লকভির মুক্তির বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন


গত সপ্তাহে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে একেবারে নায়কের মতো হাত নাড়তে নাড়তে বেরিয়ে আসে লকভি। যা দেখে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে নানা মহলের কূটনীতিবিদেরা। একইসঙ্গে সন্ত্রাস রোধে পাকিস্তানি সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ভারতেপ পাশে দাঁড়িয়ে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকারের সন্ত্রাসবিরোধী মনোভাবের কড়া সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

জানা গিয়েছিল, ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত তথা লস্কর-ই-তৈবা জঙ্গি লকভিকে অবিলম্বে ছাড়ার আদেশ দিয়েছে লাহোরের হাইকোর্ট। একই সঙ্গে লকভিকে আটকে রাখার আদেশটিও খারিজ করে দেয় আদালত।

গতমাসের ১৪ মার্চ জারি করা নির্দেশের বিরুদ্ধে লাহোর আদালতে আবেদন করেছিল লকভি। সেই আবেদনের শুনানিতেই আদালত এই নির্দেশ দেয়। একইসঙ্গে লকভিকে ১০ লক্ষ টাকার দুটি ব্যক্তিগত বন্ড দিতেও নির্দেশ দেন বিচারপতি।

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়। ভারতের চাপে লকভি সহ হামলার ষড়যন্ত্রে লিপ্ত বেশ কয়েকজন জঙ্গিকে বন্দি করে পাকিস্তান। এরপর বিচার শুরু হলেও তা প্রহসন বলেই বারবার সরব হয়েছে ভারত।

English summary
Mumbai attack mastermind Zakiur Rehman Lakhvi's release challenged in Pak SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X