For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌শরীরে ভিটামিন–ডি–এর অভাবেই করোনায় আক্রান্ত হয়ে অধিকাংশ মৃত্যু হচ্ছে, দাবি গবেষকদের

Google Oneindia Bengali News

২০টি ইউরোপিয়ান দেশে শরীরে ভিটামিন ডি–এর অভাব, উচ্চ সংখ্যায় কোভিড–১৯–এর কেস ও মৃত্যুর মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। তাদের মতে করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি যদি শরীরে ভিটামিল ডি–এর অভাব থাকে তবে সেসব ক্ষেত্রে মৃত্যু হয়। যদিও এই তিনের মধ্যে সম্পর্ক খোঁজার জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা।

ভিটামিন–ডি–এর অভাবে হচ্ছে করোনা সংক্রমণ

ভিটামিন–ডি–এর অভাবে হচ্ছে করোনা সংক্রমণ

এর আগের এক সমীক্ষাতে ব্রিটেনের লি স্মিথ অফ অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক সহ অন্য গবেষকরা জানিয়েছিলেন যে ভিটামিন ডি-এর অভাব ও শ্বাসযন্ত্রের সংক্রমণের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, শ্বেত রক্ত কণিকা প্রাণবন্ত করে তোলার কাজ করে ভিটামিন ডি। কিন্তু শরীরে এর মাত্রা কম থাকলে ভাইরাস দ্রুত সংক্রমণ ঘটায়। করোনা ভাইরাস মূলত রোগীদের শরীরে ভিটামিন-ডি-এর পরিমাণ কম থাকার সুযোগ নিচ্ছে।

ইতালি ও স্পেনে মৃত্যু বেশি

ইতালি ও স্পেনে মৃত্যু বেশি

ইতালি এবং স্পেনে করোনা ভাইরাসে মৃত্যুর হার বেশি। এই গবেষণায় দেখা গেছে, উত্তর ইউরোপের দেশগুলোর মধ্যে ওই দুই দেশের মানুষের শরীরে ভিটামিন-ডি এর পরিমাণ কম। কারণ, হিসেবে গবেষকরা উল্লেখ করেছেন, সেসব দেশে বয়স্ক ব্যক্তিরা সূর্যের আলোতে সেভাবে থাকতে চান না। সে কারণে প্রাকৃতিক ভিটামিন-ডি থেকে তারা বঞ্চিত হন।

ভিটামিন–ডি–এর অভাবে কোভিড রোগীরা মারা যাচ্ছে

ভিটামিন–ডি–এর অভাবে কোভিড রোগীরা মারা যাচ্ছে

সূর্যের আলোতে থাকতে অনীহার কারণে শরীরে গড় ভিটামিন-ডি সেসব দেশের মানুষের কম। ডাঃ লি স্মিথ বলেন, ‘‌ইউরোপের ২০টি দেশে আমরা পরিসংখ্যান চালিয়ে দেখেছি, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের শরীরে ভিটামিন ডি কম ছিল।'‌ তিনি আরও বলেন, ‘‌ভিটামিন-ডি পারে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে। যাদের শরীরে ভিটামিন ডি এর উপস্থিতি কম, করোনা আক্রান্ত হলে তাদের পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। যারা গুরুতর আক্রান্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদেরও ভিটামিন-ডি এর অভাব দেখা যাচ্ছে।

ভিটামিন–ডি সাপ্লিমেন্ট

ভিটামিন–ডি সাপ্লিমেন্ট

গবেষকরা বলছেন, ‘‌করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে।'‌ এর আগেও এক গবেষণায় এমন দাবি করে বলা হয়েছিল, ভিটামিন-ডি পর্যাপ্ত থাকলে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি কম থাকে। চলতি মাসের শুরুর দিকে ট্রিনিটি কলেজ ডাবলিন এক গবেষণায় জানায়, সংক্রমণের সময় শ্বাসযন্ত্রের সংক্রমণ ঠেকাতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গবেষকরা জানা গিয়েছে, যারা ভিটামিন-ডি সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের বুকে সংক্রমণের ঝুঁকি অর্ধেক কমে যায়।

English summary
Italy and Spain have both experienced high COVID-19 mortality rates, and according to the new study, both countries have lower average vitamin D levels than most northern European countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X