For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলামে গোপনে আরও বেশি করে সেনা মোতায়েন করেছে চিন, কী চাইছে বেজিং

চিনের পিপলস লিবারেশন আর্মি সেনা সরায়নি। উল্টে আগে যত সেনা মোতায়েন করা ছিল তার চেয়েও বেশি সেনা ডোকলাম এলাকায় মোতায়েন করেছে।

  • |
Google Oneindia Bengali News

ডোকলামের তরাই এলাকায় সেনা সরানোর কথা বলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা হলেও আদতে দেখা যাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি সেনা সরায়নি। উল্টে আগে যত সেনা মোতায়েন করা ছিল তার চেয়েও বেশি সেনা ডোকলাম এলাকায় মোতায়েন করেছে।

ডোকলামে গোপনে আরও বেশি করে সেনা মোতায়েন করেছে চিন

এর আগে ভূটান-ভারত-চিন সীমান্তের মধ্যবর্তী ডোকলাম এলাকায় চিন রাস্তা তৈরি করতে গেলে ভারত বাধা দেয়। তা নিয়ে দীর্ঘ প্রায় তিনমাস উত্তপ্ত হয়ে ছিল পরিস্থিতি। পরে যৌথ আলোচনার পর তা স্বাভাবিক হয়।

সেনার গোপন স্যাটেলাইটে ধরা পড়েছে চিনের ৯৬ যুদ্ধ ট্যাঙ্ক, সেনা, অস্ত্রশস্ত্র নিয়ে এই তিব্বতী তরাই এলাকায় অবস্থান করছে। খাম্ভা জং এলাকায় চিনা সেনার অবস্থান চোখে পড়েছে।

ঘটনা হল, এই চিনা সেনার দল উত্তর সিকিম থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে। এই এলাকা তরাই হলেও যুদ্ধ করার মতো সমতল ভূমিও অনেক জায়গায় রয়েছে। আর সেজন্যই বহদিন ধরে এই এলাকায় সেনা মোতায়েন করে চাপ তৈরির চেষ্টা চলছে।

ভারতের তরফে খবর হল, চিনের দাপাদাপি দেখে এবার ভারতও ডোকলাম এলাকায় ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিজে জড়ো করছে। পাশাপাশি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও নিজে যাওয়া হচ্ছে। এবং ভারতীয় সেনা চাইছে এগুলি চোখে পড়ুক চিনা সেনার।

ভারতীয় সেনার তথ্য বলছে, অগাস্টের শেষে ডোকলাম সমস্যা নিয়ে নিষ্পত্তি কথা বলার পরে দুই তরফেই সেনা সরানোর কথা হয়েছিল। সেইমতো চিন তখন কিছুটা পিছু হঠলেও ফের ডোকলাম এলাকায় সেনা ঢুকিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, সকলের নজর ডোকলাম এলাকায় রয়েছে। অথচ চিন ভূটান সীমান্তে এই কিছুদিনের মধ্যে তিনটি সেনা ক্যাম্প তৈরি করে ফেলেছে। যার ফলে ফের একবার এই অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

English summary
Month after Doklam withdrawal, more Chinese troops on the plateau than ever before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X