ইরাকে মার্কিন দূতাবাসে হামলা মিলিশিয়া বিক্ষোভকারীদের
গত রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর অবস্থানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালিয়েছিল তার জেরে প্রাণ হারায় অন্তত ২৫জন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই এদিন প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের উপর হামলা চালিয়েছে বলে খবর।

'যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান দিয়ে মার্কিন পতাকা পোড়াতেও দেখা যায় তাদের। মার্কিন দূতাবাস বন্ধ করার দাবি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার ও ব্যবহার করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মার্কিন সেনাদের কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।
মার্কিন বিমান হামলার জেরে কাতাইব হিজবুল্লাহর কমান্ডার আবু মাহদি আল মুহানদিস হুমকি দিয়ে বলেছিলেন, “এ বিমান হামলার যে পাল্টা জবাব মিলিশিয়া গোষ্ঠী দেবে, এবং তা মার্কিন বাহিনীর জন্য বেশ কঠিন হয়ে পড়বে"। অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন,"এই ঘটনায় ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্কটি নতুন করে ভেবে দেখতে হবে"