For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের বিরুদ্ধে জোটবদ্ধ গোটা বিশ্ব! ভারতের প্রশংসা করে দাবি মাইক পম্পেওর

Google Oneindia Bengali News

ফের চিনের বিরুদ্ধে সরব মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতি যে কাজে আসছে তাই মার্কিন কংগ্রেসের অধিবেশনে তুলে ধরলেন মাইক পম্পেও। জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আমেরিকার কোয়াড নৌ মহড়ার কথাও এদিন উল্লেখ করেন মাইক পম্পেও। পাশাপাশি ভারতের চিন বিরোধী পদক্ষেপের উদাহরণ তুলে ধরে প্রশংসাও করেন তিনি।

অ্যাপ ব্যান নিয়ে ভারতের পথে আমেরিকা?

অ্যাপ ব্যান নিয়ে ভারতের পথে আমেরিকা?

কয়েকদিন আগেই লাদাখে ভারত-চিন সংঘর্ষের আবহে ভারতে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। এরপর আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। সেই পথে হাঁটতে পারে আমেরিকাও। কয়েকদিন আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন সেদেশের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। পম্পেও এই বিষয়ে জানান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রসাশন এই বিষয়ে চিন্তা ভআবনা করছে।

ভারতের প্রশংসায় পম্পেও

ভারতের প্রশংসায় পম্পেও

ভারতের পদক্ষেপের বিষয়ে পম্পেও বলেন, 'চিনা কমিউনিস্ট পার্টির নজরদারি রুখতে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে কাজ করতে পারে। অ্যাপগুলিকে মুছে ফেলার এই সিদ্ধান্ত ভারতের সার্বভৌমত্বকে শক্তিশালী করে তুলবে এবং অখণ্ডতা এবং জাতীয় সুরক্ষাকে নিশ্চিত করবে।'

চিনকে আক্রমণ করে পম্পেও

চিনকে আক্রমণ করে পম্পেও

এর আগে চিনকে আক্রমণ করে পম্পেও বলেছিলেন, বিদেশি শত্রু থেকে নিজের দেশের জনগণের মুক্ত চিন্তাধারাকে বেশি ভয় পায় চিন। লাদাখে ভারত-চিন উত্তেজনা এবং হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলনের মাঝে বেজিংকে বারংবার খোঁচা দিয়ে যাচ্ছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। পাশাপাশি চিনের বিরুদ্ধে সমস্ত বিশ্বকে এক হতে হবে বলেও আবেদন জানান পম্পেও।

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে সরব আমেরিকা

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে সরব আমেরিকা

চিনের কমিউনিস্ট পার্টির এই ক্রমবর্ধমান আগ্রাসন নীতির বিরুদ্ধে সঠিক প্রতিক্রিয়া জানাতে সারা পৃথিবীর আজ এক হওয়া দরকার জানিয়ে মার্কিন স্বরাষ্ট্র সচিব বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এবং ইন্দো প্যাসিফিক এলকার জন্যে এই লক্ষ্যে সেনেটের থেকে ১.৪৯ বিলিয়ন আর্থিক সাহায্য চেয়েছেন পম্পেও।

রাজ্যপালের 'ইউটিউব চ্যানেল' শুরুর দিনেই মমতার রাজ্যকে কীসের সঙ্গে তুলনা ধনখড়ের! উঠল সত্যজিৎ প্রসঙ্গরাজ্যপালের 'ইউটিউব চ্যানেল' শুরুর দিনেই মমতার রাজ্যকে কীসের সঙ্গে তুলনা ধনখড়ের! উঠল সত্যজিৎ প্রসঙ্গ

English summary
Mike Pompeo in US senate claims world uniting against China and lauded for its steps against Beijing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X